বছরখানেক আগে ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। তবে সময়ের চাকা ঘুরতেই স্পষ্ট হলো সম্পর্কের ভাঙনের সত্য। ১৫ই নভেম্বর অভিনেতার জন্মদিনে প্রাক্তন স্ত্রী সৌরভী তাঁকে শুভেচ্ছা জানিয়ে বন্ধুত্বের কথা মনে করিয়ে দেন। এই শুভেচ্ছাবার্তা দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে, তবে কি আবার কাছাকাছি আসছেন তাঁরা? ইন্দ্রাশিস অবশ্য এই প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের ডিভোর্স বহু আগেই হয়েছে এবং এখন এটি নিয়ে আর নতুন কিছু বলার নেই।
ইন্দ্রাশিসের মতে, ১০ বছরের প্রেম এবং ২ বছরের দাম্পত্য জীবন শেষ হওয়ার পরেও তাঁদের বন্ধুত্ব অটুট। পুজোর সময়ও তাঁরা একসঙ্গে সময় কাটিয়েছেন। কিন্তু বিচ্ছেদের খবর কেন এতদিন চেপে রাখা হয়েছিল? অভিনেতার সোজাসাপ্টা উত্তর, তাঁরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। পরিবারের সম্মান এবং অভিভাবকদের অনুভূতির কথা ভেবেই বিচ্ছেদ নিয়ে মুখ খুলতে চাননি। তিনি জানান, ২০২৩ সালে তাঁদের ডিভোর্সের প্রক্রিয়া সম্পন্ন হয় এবং তাঁরা নিজেদের জীবন নিয়ে এগিয়ে গিয়েছেন।
বহুদিনের প্রেমিকাকে বিয়ে করার পর মাত্র দু’বছরের মধ্যে সম্পর্ক ভাঙায় অনেকের মনেই প্রশ্ন, প্রেম বা দাম্পত্যে কি বিশ্বাস হারিয়েছেন ইন্দ্রাশিস? অভিনেতা অকপটভাবে জানান, নতুন করে প্রেম বা দাম্পত্যের কথা ভাবার মতো মানসিক প্রস্তুতি তিনি এখনো অর্জন করতে পারেননি। এটি একটি গভীর অনুভূতি, যা সময়ের সঙ্গে আসে। তিনি আরও বলেন, জীবনে নতুন কিছু শুরু করার জন্য তাঁর আরও সময় প্রয়োজন।
জন্মদিনে পরিবারের সঙ্গেও কাটাতে পারছেন না অভিনেতা। পারিবারিক অনুষ্ঠানের কারণে তাঁর বাবা-মা ও ভাই ঝাড়গ্রামে রয়েছেন। কলকাতায় একাই সময় কাটাচ্ছেন ইন্দ্রাশিস। সন্ধ্যায় স্কুলের বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। পরিবারকে মিস করলেও বন্ধুদের সঙ্গে এই রীতি তাঁর জীবনে বিশেষ জায়গা দখল করে আছে।
আরও পড়ুন: অনুভূতির চেয়ে কর্তব্য বড়! রাঙার শত্রু হয়ে উঠল আহেরি! রাঙার জীবনে নতুন করে ঝড় তুলবে সে?
টেলিভিশনের জগৎ থেকে কিছুদিন বিরতি নেওয়ার পর ফেরার অপেক্ষায় রয়েছেন ইন্দ্রাশিস। সম্প্রতি “হর গৌরী পাইস হোটেল” থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক হলেও তিনি স্পষ্ট করেছেন, টেলিভিশনের প্রতি তাঁর ভালোবাসা আজও অটুট। কাজের প্রসঙ্গে তিনি জানান, পায়ের সমস্যার কারণে তিন মাসের বিরতি নিতে হয়েছিল। তবে নতুন কোনও সুযোগ পেলে কাজে ফিরতে তিনি প্রস্তুত। তাঁর মতে, টেলিভিশন তাঁকে যে সাফল্য দিয়েছে, তা কোনোদিন ভোলার নয়।
View this post on Instagram