সৌম্য বসুর জন্মদিনের ঘরোয়া আয়োজন ঘিরে আবারও উঠে এলো দেবলীনা দত্তকে ঘিরে বিতর্ক। মঙ্গলবার, ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে কেক কাটা আর খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে জন্মদিন উদ্যাপন করেন তাঁরা। কেকের উপরে লেখা ছিল একটি মাত্র শব্দ—‘জাস্টিস’। এই লেখাটিকেই কেন্দ্র করে শুরু হয় কটাক্ষের ঝড়। দেবলীনার বক্তব্য, আরজি কর-কাণ্ড নিয়ে তাঁদের প্রতিবাদের প্রতীক হিসেবেই এই শব্দটি রাখা হয়েছিল। তবু, কোনও কিছু না জেনেই সমাজমাধ্যমে ছড়ানো হল নানা রকমের মন্তব্য।
দেবলীনা স্পষ্ট জানিয়েছেন, এই আয়োজনের সঙ্গে তাঁদের প্রতিবাদী মনোভাবের কোনও দ্বন্দ্ব নেই। আরজি কর-কাণ্ডকে ভুলে না গিয়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে এবং নিজেদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিতেই এই প্রয়াস। যদিও অনেকেই তাঁদের উদ্যাপনের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু দেবলীনা এবং সৌম্য তাঁদের অবস্থানে অটল। এই আয়োজনের ছবি পোস্ট করার পর অভিনেত্রী চৈতি ঘোষালও কটাক্ষের মুখে পড়েছেন। তবে আশার দিক হল, এখনও যাঁরা এই ঘটনাকে ভুলতে চাননি, তাঁরা দেবলীনা-সৌম্যর পাশে দাঁড়িয়ে তাঁদের বক্তব্যকে সমর্থন করছেন।
দেবলীনা এবং সৌম্যর বন্ধুত্বের সম্পর্ক নিয়েও ছিল জল্পনা। দীর্ঘদিন ধরে তাঁদের প্রেমের গুঞ্জন নিয়ে সরগরম ছিল ইন্ডাস্ট্রি। তবে দেবলীনার দাবি, তাঁদের সম্পর্ক লিঙ্গভেদের ঊর্ধ্বে। তিনি এবং সৌম্য শুধুমাত্র ভালো বন্ধু, এবং তাঁদের সম্পর্ককে নিয়ে ভুল বোঝাবুঝি থামানো প্রয়োজন। এই বন্ধুত্ব এমন এক সমঝোতার জায়গায় দাঁড়িয়ে, যা সামাজিক গৎবাঁধা ধারণাকে অতিক্রম করে।
নিজেদের ব্যক্তিগত জীবনের উদাহরণ দিয়ে দেবলীনা জানান, যেমন তথাগত মুখোপাধ্যায় তাঁর জীবনে আজও গুরুত্বপূর্ণ, তেমনই সৌম্যর জীবনেও তাঁর প্রাক্তন প্রেমিকা আজও রয়ে গিয়েছেন। সৌম্য এখনও প্রাক্তনের জন্মদিনে নিজের বাড়ি সাজিয়ে তোলেন এবং উপহার কেনেন। প্রেমিকা অন্য কারও সঙ্গে থাকলেও তাঁর অনুভূতিতে কোনও পরিবর্তন আসেনি। দেবলীনার কথায়, তিনিও একইভাবে তথাগতকে ছাড়তে পারেননি।
আরও পড়ুন: চমকে দেওয়া টিআরপি! সবাইকে হারিয়ে রানীর মত কামব্যাক জগদ্ধাত্রীর, প্রথম সপ্তাহেই অবিশ্বাস্য ফল পরিনীতার
এই বন্ধুত্বের বিশেষ বৈশিষ্ট্যই হল একে অপরকে সম্মান করা এবং অন্যদের কথা না ভেবে নিজেদের বিশ্বাসকে দৃঢ় রাখা। দেবলীনা এবং সৌম্যর এই সম্পর্ক এক অন্যরকম দৃষ্টান্ত তৈরি করেছে, যেখানে প্রেমের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান।