বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা আজ প্রকাশ্যে চলে এসেছে কারণ আজ বৃহস্পতিবার। আর আজকের দিনে জি বাংলা (Zee Bangla ) ও জলসার (Star Jalsha) মধ্যে চলা তুমুল লড়াইয়ের ফল প্রকাশিত হয়। অর্থাৎ দুই চ্যানেলের কোন ধারাবাহিক দর্শকদের কাছে কতটা জনপ্রিয় হল সেটা দেখতে হবে বৈকি।
আসলে বর্তমান সময় দাঁড়িয়ে কোন একটি বাংলা ধারাবাহিক টানা ভালো ফল করে চলেছে এমনটা কিন্তু একেবারেই নয়। এই আজ একটি ধারাবাহিক এগিয়ে যাচ্ছে তো কাল আরও একটি। অর্থাৎ এই আজ জি বাংলার একটি ধারাবাহিক এগিয়ে যাচ্ছে, তো কাল সেই ধারাবাহিককে টেক্কা দিচ্ছে জলসার ধারাবাহিক। আর যার ফলে প্রত্যেক সপ্তাহেই দারুণ রদ বদল চোখে পড়ছে টিআরপি তালিকায়।
একই সঙ্গে সদ্য শুরু হওয়া ধারাবাহিকগুলিও চেষ্টা করছে ভালো ফল করে নিজেদের প্রমাণ করতে। আর ভালো ফল করার চেষ্টা যে করতেই হবে। তা না হলে যে বিদায় অনিবার্য। আসল এখন এই টিআরপি তালিকার ভিত্তিতেই বর্তমান সময়ে বাংলা ধারাবাহিকের গুণমান নির্বাচন করা হয়।
বর্তমান সময়ে সমস্ত ধারাবাহিক চেষ্টা করে টিআরপিতে ভালো ফল করার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা টেলিভিশনের পর্দায় এমন বেশ কিছু ধারাবাহিক রয়েছে যে ধারাবাহিক গুলি ধারাবাহিকভাবে ভালো ফল করছে। তবে সবথেকে চমকপ্রদ বিষয় হলো বাংলা টেলিভিশনে এমন একটি ধারাবাহিক এই মুহূর্তে রয়েছে যার প্রত্যাবর্তন দেখলে চোখ কপালে উঠবে।
হ্যাঁ কথা বলছি ধারাবাহিক জগদ্ধাত্রীর। একটা সময় কম টিআরপি পেতে পেতে প্রথম পাঁচের বাইরে বেরিয়ে গিয়েছিল এই ধারাবাহিকটি এবং সেই সময় মনে করা হয়েছিল এবার হয়ত বন্ধ হয়ে যাবে জগদ্ধাত্রী কারণ টিআরপি একদমই ভালো নয়। কিন্তু সেখান থেকেই একেবারে রানীর মতো প্রত্যাবর্তন। চলতি সপ্তাহে ফুলকির সঙ্গে যুগ্ম ভাবে প্রথম স্থান অর্জন করে নিয়েছে জগদ্ধাত্রী। অর্থাৎ চলতি সপ্তাহে জি বাংলা দু’দুটি ধারাবাহিক টিআরপিতে শ্রেষ্ঠ স্থান দখল করেছে। একইসঙ্গে সব থেকে চমকপ্রদ ভাবে টিআরপি তালিকায় কামাল করেছে সদ্য শুরু হওয়া ধারাবাহিক পরিণীতা। প্রথম সপ্তাহেই একেবারে তৃতীয় স্থান দখল করে সবাইকে চমকে দিয়েছে উদয় প্রতাপের ধারাবাহিক।
চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা
BT •• ফুলকি, জগদ্ধাত্রী 7.1
2nd •• কথা, গীতা LLB 7.0
3rd •• পরিণীতা 6.7
4th •• কোন গোপনে 6.6
5th •• উড়ান, রাঙামতি 6.4