আজ থেকে সম্প্রচার ব’ন্ধ জি বাংলা, স্টার জলসার! মাথায় হাত টেলিভিশন প্রেমীদের

বাংলা ধারাবাহিকগুলি (Bengali Serial) বাঙালিদের একাকিত্বের সঙ্গী। বাংলা ধারাবাহিক রাঙিয়ে দেয় বহু মানুষের দিন। ধারাবাহিককে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীরা হয়ে ওঠেন দর্শকদের ঘরের মানুষ। তাদের ভালো খারাপ মিলেমিশে একাকার হয়ে যায় আম জনতার সঙ্গে। বাঙালির অন্দরমহলে এই টেলিভিশন অভিনেতা অভিনেত্রীদের দারুণ দাপট বলাই যায়।

বলাই বাহুল্য, বর্তমান সমাজে বাংলা ও বাঙালির অন্যতম পছন্দের বিনোদনের মাধ্যম হচ্ছে বাংলা সিরিয়াল। আর এই মুহূর্তে বিভিন্ন চ্যানেলে অজস্র সব ধারাবাহিকের ভিড়। আর এই বহু ধারাবাহিকের ভিড়েই এক একটি ধারাবাহিক এক একজনের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে। আর তাই সন্ধ্যা নামলেই মা-কাকিমারা বসে যান টিভির সামনে নিজেদের পছন্দসই সিরিয়ালটি দেখতে।

বন্ধ হল স্টার জলসা ও জি বাংলার সম্প্রচার?

তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে শুধু দর্শকদের মনোরঞ্জন করলেই হয়না, টিআরপি তালিকাতেও দারুণ পারফরমেন্স করতে হয়। তা না হলে যে অকালে সরে যেতে হবে। সম্প্রতি একাধিক চ্যানেলে বিভিন্ন সিরিয়াল বন্ধ হয়ে চালু হয়েছে একাধিক সব নতুন নতুন সিরিয়াল! আর নিত্য নতুন ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমেই বেড়ে চলেছে বাঙালির সিরিয়াল প্রেম। ভাবুন তো এই ধারাবাহিকগুলো যদি দেখানো বন্ধ হয়ে যায় তাহলে কী হবে?

বলাই বাহুল্য, শুধুমাত্র এই সমস্ত বাংলা ধারাবাহিক ভারতীয় বাজারেই যে জনপ্রিয় এমনটা নয়। আমাদের পড়শি দেশগুলিতেও সমানভাবে জনপ্রিয় এই ধারাবাহিকগুলি। আমাদের সম ভাষার পড়শি দেশ বাংলাদেশে রয়েছে বাংলা ধারাবাহিকের বিপুল জনপ্রিয়তা। এপারের অভিনেতা অভিনেত্রীদের ভীষণ ভালোবাসেন ওপারের মানুষরা।‌‌ বারবার অভিনেতা, অভিনেত্রীদের টানে এপারেও আসেন তারা।

আরও পড়ুন: টিআরপিতে জলসা, জি-এর দ্বন্দ্বে জি বাংলার দাপটে ফের কোণঠাসা জলসা! কামাল করছে দু’বছর পুরনো ধারাবাহিক জগদ্ধাত্রী

কেন বন্ধ হল সম্প্রচার?

কিন্তু এহেন বাংলা ধারাবাহিক প্রেমী দেশে এবার দুঃসংবাদ। পড়শি দেশের বর্তমান উত্তাল পরিস্থিতিতে শোনা যাচ্ছে এবার নাকি বন্ধ হয়ে গেছে চ্যানেল স্টার জলসা ও জি বাংলা। বাংলাদেশিদের তরফে প্রাপ্ত খবর অনুযায়ী, আজ থেকে বাংলাদেশে বন্ধ হচ্ছে সকল ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল। উল্লেখ্য, এই খবর সত্যি হয় তাহলে স্টার জলসা ও জি বাংলায় চলা একাধিক ধারাবাহিকের টিআরপিতে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হবে।