বাংলা টেলিভিশনের পর্দায় এখন টিআরপি হচ্ছে শেষ কথা। এই তালিকায় ভালো ফল করা মানে টিকে যাওয়া। নয়ত অনিবার্য বিদায়। আর টিআরপি তালিকায় জি বাংলা (Zee Bangla ) ও জলসার (Star Jalsha) দ্বন্দ্ব বিশেষভাবে উল্লেখ্য। আসলে দুই চ্যানেলেই এখন দারুন দারুন ধারাবাহিকের রমরমা। আর তাই কোন ধারাবাহিক জিতছে কোন ধারাবাহিক হারছে সেই দিকে লক্ষ্য রাখতে হবে বৈকি।
আর প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার এই সাপ্তাহিক টিআরপি তালিকা প্রকাশিত হয় অর্থাৎ লক্ষী বারে কোন ধারাবাহিকের লক্ষী লাভ হয়েছে সেটাই দেখা হয় আর কি। দুই চ্যানেলের কোন কোন ধারাবাহিক দর্শকদের মন কাড়ছে, কত পয়েন্টের পার্থক্যেই বা কোন ধারাবাহিক কাকে টেক্কা দিচ্ছে সেইসব বিচার্য বিষয় হয়ে ওঠে ধারাবাহিক বিশ্লেষকদের কাছে।
তবে টিআরপি তালিকায় কোনও কোনও ধারাবাহিকের নাগাড়ে রাজত্ব চলে। কখনও শ্রীময়ী কখনও মিঠাই কখনও গাঁটছড়া কখনও বা অনুরাগের ছোঁয়া, আবার কখনও জগদ্ধাত্রী। আর বর্তমানে সময় চলছে ফুলকির। বলাই বাহুল্য এই ধারাবাহিকটি শুরু হওয়া ইস্তক একবারের জন্যও প্রথম পাঁচের বাইরে বেরোয়নি। আর বর্তমানে টিআরপি টপ করছে।
যদিও কখনও সখনও কথা, গীতা, নিম ফুলের মধু টিআরপি তালিকায় প্রথম স্থান করেছে কিন্তু একবারের জন্যও প্রথম পাঁচের বাইরে বেরোয়নি ফুলকি। তবে একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে লড়াই করে ফিরে আসা কাকে বলে তা করে দেখিয়েছে জগদ্ধাত্রী। একটা সময় টিআরপি তালিকায় নামতে নামতে প্রথম পাঁচের বাইরে বেরিয়ে গিয়েছিল দু’বছর পুরনো এই ধারাবাহিক। কিন্তু দারুন লড়াই করে টিআরপি তালিকায় কখনও প্রথম কখনও বা দিতীয় স্থান অর্জন করছে এই ধারাবাহিকটি। যা নিঃসন্দেহে প্রশংসনীয়।
চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা
1st •• ফুলকি 7.3
2nd •• জগদ্ধাত্রী 7.2
3rd •• গীতা LLB 7.1
4th •• কোন গোপনে 7.0
5th •• কথা 6.7