অভিকা এখন অতীত! চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা-অর্কপ্রভ! ডিসেম্বরের মরশুমে টলিপাড়ায় ফুটল প্রেমের ফুল

পর্দায় দুর্জয়-রানির রসায়নের খ্যাতি ধারাবাহিক শেষের পরেও অটুট। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি অর্কপ্রভ রায় (Arkaprovo Roy) এবং শ্রীতমা দে (Sreetama Dey) তাঁদের অভিনয় দক্ষতা ও মিষ্টি রসায়নে দর্শকদের মন জয় করেছেন। তবে সম্প্রতি এই জুটির সম্পর্কের জল্পনা নতুন মাত্রা পেয়েছে। শ্রীতমার সঙ্গে অর্কপ্রভর সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় ভ্যালেন্টাইনস ডে-তে তাঁদের একটি বিশেষ ছবি পোস্টের পর থেকেই। ফ্যানেরা কল্পনা করতে শুরু করেন, তবে কি স্ক্রিনের দুর্জয়-রানির রসায়ন এবার বাস্তবেও সত্যি হতে চলেছে?

ভক্তদের এই প্রশ্নের জবাব দিতেই সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মুখ খোলেন অর্কপ্রভ। তাঁর শান্ত, মুচকি হাসি দিয়ে জল্পনাগুলি উড়িয়ে দিয়ে বলেন, ‘‘আমি সিঙ্গল, এবং আপাতত কোনও গার্লফ্রেন্ড নেই।’’ নিজের ব্যক্তিগত জীবনকে দূরে রাখতে চান জানিয়ে অভিনেতা বলেন, ‘‘প্রেম হলেও আমি সেটাকে ব্যক্তিগতই রাখতে চাইব।’’ শ্রীতমাকে ঘিরে যে নতুন গুঞ্জন তৈরি হয়েছে, তা নিয়ে পরিষ্কার করে জানান তিনি, ‘‘শ্রীতমা আমার বন্ধু ছাড়া আর কিছুই নয়।’’

পর্দার দূর্জয় আর বাস্তবের অর্কপ্রভ এক নয়: অর্কপ্রভ রায়

অর্কপ্রভ আরও বলেন, পর্দার দুর্জয় আর বাস্তবের অর্কপ্রভ এক নয়। তিনি চান, তাঁর পাবলিক লাইফ শুধু একজন শিল্পীর মধ্যেই সীমাবদ্ধ থাকুক। শ্রীতমার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে বা ছবিতে দেখা গেলেও তা শুধুই বন্ধুত্বের নিদর্শন। ‘‘আমি ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার অংশ হতে চাই না,’’ এমনটাই সাফ জানিয়ে দেন অভিনেতা। তবু, যারা তাঁর লাভ লাইফ নিয়ে অযথা চর্চা করেন, তাঁদের প্রতি কড়া মন্তব্য করে বলেন, ‘‘যারা এই প্রশ্ন তোলে, তারা আদৌ কি আমার সত্যিকারের ফ্যান?’’

অন্যদিকে, শ্রীতমা দে তাঁর কাজের জন্য টলিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ। ‘দোঁয়াশ’, ‘জেন্টালম্যান’-এর মতো ওটিটি প্রোজেক্টে কাজ করে নিজের জায়গা পোক্ত করেছেন তিনি। যদিও তাঁর সঙ্গে অর্কপ্রভর সম্পর্ক নিয়ে জল্পনা থামছেই না। ভ্যালেন্টাইনস ডে-র ছবি হোক বা কমন ফ্রেন্ডের জন্মদিনে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনা, প্রতিটি ক্ষেত্রেই ফ্যানেদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছেন তাঁরা।

সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অর্কপ্রভ ও শ্রীতমা। ছবির ক্যাপশনে লেখা ‘একসঙ্গে স্বপ্ন দেখা যাক’। প্রেম নিয়ে জল্পনা তো আগেই ছিল আর ছবি দেখে কনফার্ম হয়ে গিয়েছেন সকলেই। বেশ বোঝা যাচ্ছে চুটিয়ে প্রেম করছেন তাঁরা। সময় কাটাচ্ছেন একসঙ্গে। তবে নিজেদের সম্পর্ককে এখনই শীলমোহর দিতে রাজি নন অর্কপ্রভ ও শ্রীতমা। বলেছেন তাঁরা দুজনেই ভালো বন্ধু। যদিও রহস্যের গন্ধ পাচ্ছেন অনুরাগীরা। বন্ধুত্বের আড়ালে মিলছে সম্পর্কের হদিস।

আরও পড়ুন: সিনেমা থেকে ফের টেলিভিশনে ফিরছেন অভিনেতা জিতু কমল! বিপরীতে নায়িকা হচ্ছেন কে? জানলে অবাক হবেন

বিয়ে প্রসঙ্গে অর্কপ্রভ স্পষ্ট জানিয়ে দেন, ‘‘বিয়ে করব কি না, সেটা ভবিষ্যতই জানে।’’ আপাতত অভিনয়ে মনোনিবেশ করতে চান তিনি। সিনেমা তৈরি করাই তাঁর স্বপ্ন। নিজের জীবনের সব ফোকাস শিল্পীসত্তার উপরেই রাখতে চান অভিনেতা। ‘‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ যেন অযথা গসিপ না করে,’’ বলে তিনি এই আলোচনা চিরতরে থামিয়ে দেন।