টলিপাড়ায় গুঞ্জনের অবসান ঘটিয়ে ‘রোশনাই’ (Roshnai) ধারাবাহিকের নতুন নায়িকা হিসেবে নিশ্চিত হলেন তিয়াশা লেপচা। অনুষ্কা গোস্বামীর (Anushka Goswami) ব্যক্তিগত সমস্যার কারণে ধারাবাহিক ছাড়ার খবর আগেই প্রকাশ্যে আসে। প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায় এই পরিবর্তনের সত্যতা স্বীকার করে জানান, বড় ও ছোটপর্দায় এ ধরনের পরিবর্তন সাধারণ ঘটনা। তবে, তিয়াশার নাম উল্লেখে তিনি কোনও মন্তব্য করেননি। মঙ্গলবার রাত থেকে এই গুঞ্জন দানা বাঁধতে শুরু করলেও, তিয়াশার উত্তেজনা স্পষ্ট হয়ে ওঠে তাঁর বক্তব্যে।
শেষবারের জন্য ‘রোশনাই’ চরিত্রে অনুষ্কা!
অনুষ্কা গোস্বামীর জায়গায় তিয়াশার অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা বাড়ে। ‘কৃষ্ণকলি’ ও ‘বাংলা মিডিয়াম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করা তিয়াশা নতুন চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে তিয়াশা নিজেই জানান, লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজের ইচ্ছা বহুদিনের। ‘রোশনাই’ ধারাবাহিকে সেই স্বপ্নপূরণ হওয়ায় তিনি ভীষণ আনন্দিত। তাঁর কথায়, “লীনার জন্য ছেড়ে যাওয়া জুতোয় পা গলাতেও আপত্তি নেই।”
অনুষ্কার বিদায়কে ঘিরে দর্শকদের মন ভারাক্রান্ত। মঙ্গলবারের ১ ঘণ্টার বিশেষ পর্বে তাঁকে শেষবারের মতো দেখা যাবে। এই পর্বের পর থেকেই রোশনাই রূপে আবির্ভূত হবেন তিয়াশা। অনুষ্কা ফোনে ধরা না দিলেও প্রযোজক জানান, ব্যক্তিগত সমস্যার কারণেই তাঁর সরে যাওয়া। এ খবর দর্শকদের মন খারাপ করলেও নতুন নায়িকার জন্য তাঁরা উৎসুক।
তিয়াশার মতে, পরিচিত চরিত্রে কাজ করা চ্যালেঞ্জের। চিত্রনাট্য পড়ে ও পরিচালকের কাছ থেকে দৃশ্যের বিশদ জেনে তিনি কাজ করেন। অনুষ্কার জনপ্রিয় চরিত্রে অভিনয় করা চাপের হলেও তিয়াশা সেই চাপকে ইতিবাচকভাবে নিচ্ছেন। তাঁর আত্মবিশ্বাস ও পরিশ্রম তাঁকে নতুন চরিত্রে মানিয়ে নিতে সাহায্য করবে বলে তিনি আশাবাদী।
আরও পড়ুন: জিনিয়া নয় শুভ লক্ষীকে ভালোবাসে আদৃত! জানিয়ে দিল মনের কথা, গৃহপ্রবেশে ধামাকাদার প্রোমো
‘রোশনাই’-এর এই পরিবর্তন নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তিয়াশার জনপ্রিয়তা ইতিমধ্যেই তাঁকে দর্শকদের কাছে পরিচিত মুখ করেছে। এখন দেখার পালা, তিনি এই নতুন ভূমিকায় কতটা সফল হন। ধারাবাহিকের গল্প এবং তাঁর অভিনয় দর্শকদের মন জয় করতে পারে কিনা, তা সময়ই বলবে।