টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। টেলি পর্দা থেকে সিনেমা স্ক্রিন এমনকি ওয়েব পর্দাতে ডেবিউ করেছেন অভিনেত্রী। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেত্রীকে নিয়ে অধিকাংশ সময়ে শোনা যায় নানান গুঞ্জন। এমনকি অভিনেত্রীকে অহংকারী তকমা দিয়েছিলেন অনেকেই। কিন্তু সম্প্রতি এক ভিডিওতে সেই তকমা ঝেড়ে সবার মন জয় করলেন সৌমীতৃষা।
বাউন্সারকে ধমক দিয়ে ছোট্ট ফ্যানকে কাছে টেনে নিলেন সৌমীতৃষা জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’ থেকে সৌমীতৃষার জনপ্রিয়তা আকাশছোঁয়া। অভিনেতা আদৃত রায়ের বিপরীতে মিঠাই চরিত্রে অভিনয় করে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। সৌমীতৃষা সবচেয়ে পরিচিত ‘মিঠাই’ নামে। বলাই বাহুল্য, আট থেকে আশি সবাই সৌমীতৃষার ভক্ত।
তবে ধারাবাহিকের পর্দা ছেড়ে সিনেমার স্ক্রিনেও অভিনেত্রীর জুড়ি মেলা ভার। দেবের বিপরীতে অভিনয় করে তাক লাগিয়েছেন তিনি। তারপরেই শোনা যায়, সৌমীতৃষার নাকি অহংকার হয়েছে। কিন্তু সত্যিই কি তাই? তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ যে সম্পূর্ণ ভুল, তা সম্প্রতিক ভিডিওতে প্রমাণ করেছেন অভিনেত্রী। নিজের অনুরাগীদের জন্য সবকিছু করতে পারেন সৌমীতৃষা।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, একটি ইভেন্টে গিয়েছিলেন সৌমীতৃষা। চারিদিকে বাউন্সার তাঁকে আগলে নিয়ে আসছিলেন। ঠিক এমন সময় একজন ছোট্ট ফ্যান সৌমীতৃষার দিকে এগিয়ে আসেন। কর্তব্যপরায়ণ বাউন্সাররা ‘মিঠাই রানীর’ ছোট্ট ফ্যানকে সরিয়ে দিচ্ছিলেন। কিন্তু এগিয়ে আসেন সৌমীতৃষা। এক ধমক দিলেন বাউন্সারকে।
আর তারপর? অভিনেত্রী কাছে টেনে নিলেন তাঁর ছোট্ট অনুরাগীকে। গালে হাত দিয়ে আদর করলেন। সৌমীতৃষার থেকে এমন মিষ্টি ব্যবহার পেয়ে ভীষণ খুশি ওই ছোট্ট অনুরাগী। ভিডিওটি বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীর প্রতি সৌমীতৃষার ব্যবহার দেখে বাহবা দিচ্ছেন অনেকেই। সত্যি বলতে, মিঠাইয়ের মিষ্টি ব্যবহার মন জয় করে নিল সবার।
View this post on Instagram
আরও পড়ুনঃ স্রোতের বিয়ের মাঝেই ফাঁকা বাড়িতে কাছাকাছি কোয়েল -অনির্বাণ! ‘চরিত্রহীন একটা,’ নায়ক বদলের দাবি মিঠিঝোরায়