বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ অপরাজিতা ঘোষ (Aparajita Ghosh) দাস এবার ফিরছেন ছোট পর্দায় নতুন মেগা ধারাবাহিকে। একসময় ‘এখানে আকাশ নীল’, ‘একদিন প্রতিদিন’, ‘কুসুম দোলা’, ‘কোজাগরী’, এবং ‘এক্কা দোক্কা’র মতো সুপারহিট সিরিয়ালে মুখ্য ভূমিকায় দর্শকদের মন জয় করেছিলেন তিনি। দীর্ঘদিন ছোট পর্দায় অনুপস্থিত থাকার পর এবার লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এক নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। এই মেগার গল্প আবর্তিত হবে দুই মধ্যবয়সী নারী-পুরুষের সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে।
টেলিভিশনে কামব্যাক করছেন অপরাজিতা!
অপরাজিতা ঘোষ দাসের বিপরীতে কে থাকছেন, তা নিয়ে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। অনেকেই ধারণা করেছিলেন, তাঁর সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিককে। ‘এখানে আকাশ নীল’ এবং ‘কুসুম দোলা’-র মতো সিরিয়ালে তাঁদের অনবদ্য জুটির কথা এখনও দর্শকেরা ভুলতে পারেননি। তবে এবার সেই জুটি হচ্ছে না। সূত্রের খবর, অপরাজিতার বিপরীতে নায়কের ভূমিকায় ছোট পর্দায় ফিরছেন আরেক জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। যদিও প্রযোজক সংস্থা বা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ধারাবাহিকটির লুক সেটের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে শোনা যাচ্ছে। ধারাবাহিকটির প্রযোজনা করছে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’। টিভি চ্যানেল স্টার জলসায় এটি সম্প্রচারিত হবে বলে ধারণা করা হচ্ছে। ধারাবাহিকটির গল্প এবং চরিত্রগুলোর বিষয়ে সব কিছুই এখনও পর্যন্ত সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসার পরই সমস্ত তথ্য স্পষ্ট হবে বলে আশা।
অপরাজিতা ঘোষ দাস শুধু টিভি ধারাবাহিক নয়, বড় পর্দাতেও তাঁর অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। ‘ইতি শ্রীকান্ত’, ‘দ্রোণাচার্য’, ‘চলো লেটস গো’, ‘চৌরাস্তা’, এবং ‘বাকিটা ব্যক্তিগত’-এর মতো ছবিতে তাঁকে দেখা গেছে। ‘একফালি রোদ’, ‘ভেংচি’, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’-এর মতো সিনেমাতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। ২০২৩ সালে তিনি শেষবার অভিনয় করেছিলেন অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত ‘কীর্তন’ ছবিতে।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসছেন ‘কথার’ নায়ক! প্রেমিকার মৃ’ত্যুশোক ভুলে নতুন বছরে সাত পাকে ঘুরবেন সাহেব ভট্টাচার্য?
এই নতুন মেগার মাধ্যমে অপরাজিতা ঘোষ দাস আবার ছোট পর্দায় নিজের অবস্থান মজবুত করবেন বলে আশা। দুই মধ্যবয়স্ক মানুষের সম্পর্কের জটিলতা এবং আবেগের নানা স্তর নিয়ে তৈরি হবে এই ধারাবাহিকের গল্প। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় অভিনেত্রীকে আবার টিভি পর্দায় দেখার জন্য। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।