বিয়ের পিঁড়িতে বসছেন ‘কথার’ নায়ক! প্রেমিকার মৃ’ত্যুশোক ভুলে নতুন বছরে সাত পাকে ঘুরবেন সাহেব ভট্টাচার্য?

টলিউড (Tollywood) অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) এবার বিয়ের পিঁড়িতে৷ ইতিমধ্যে টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বিয়ের গুঞ্জন৷ দীর্ঘ ৬ বছর পর প্রেমিকার মৃত্যুশোক ভুলে এবার নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেতা৷ ২০১৭ সালের সেই অভিশপ্ত দিন ভুলে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ছোট পর্দার অগ্নি।

কবে বিয়ের পিঁড়িতে সাহেব ভট্টাচার্য?

আজ থেকে দীর্ঘ প্রায় ৬ বছর আগের ঘটনা। এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল অভিনেতা সাহেব ভট্টাচার্যের হবু স্ত্রী সোনিকা চৌহানের৷ অভিশপ্ত রাতেই সব তছনছ হয়ে গিয়েছিল অভিনেতার৷ এর মাঝে কেটে গিয়েছে এতগুলি বছর৷ এবার নাকি নতুন করে সবটা শুরু করতে চলেছেন সাহেব৷ কিছুমাস আগেও সাহেবের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল৷ তবে অভিনেতা জানিয়েছেন তিনি নাকি সিঙ্গল৷

আপতত সাহেব নিজের কাজ নিয়েই ব্যস্ত আছেন।তবে তারকার বিয়ে নিয়ে মুখিয়ে ভক্তরা৷ আগে সংবাদমাধ্যমে কে অভিনেতা খোলসা করেছিলেন, তিনি অ্যারেঞ্জ ম্যারেজই করতে চান। শুধু তাই নয়, পাত্রী দেখাও শুরু করে দিয়েছিলেনন তাঁর বাবা ও মা৷ যদিও পুরোটাই ভগবানের হাতে৷ তবে কারোর কাছে সুপাত্রীর সন্ধান থাকলে জানানোর কথাও বলেছিলেন সাহেব৷

দীর্ঘদিন পর ‘কথা’-ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন সাহেব ভট্টাচার্য৷ এই প্রথমবার তাঁকে মেগা ধারাবাহিকে দেখা যাচ্ছে। অভিনেত্রী সুস্মিতা দে-র বিপরীতে অভিনয় করছেন সাহেব৷ এর মাঝে নতুন জীবনের ইনিংস হতে চলেছে সাহেবের৷ বিয়ের খবর শুনে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে৷ তাহলে চলতি বছরেই কি তবে বিয়ের পিঁড়িতে বসবেন সাহেব? যদিও সে বিষয়ে এখনো কোনওকিছু খোলসা করেননি অভিনেতা

আরও পড়ুন: বর্ষায় টিনের চালের চারপাশে বালতি পেতে রাখতে হত, অল্প বয়সে বাবা মা’রা গেছেন, কঠিন লড়াই করেছেন মা, পর্দার পরিনীতার জীবনের গল্প চোখ ভেজাবে আপনারও

কিছুদিন আগেই অভিনেত্রী সুস্মিতা দের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল সাহেবের। তবে, পরবর্তীতে জানা যাচ্ছে সম্পর্কে জড়িয়েছেন সাহেব। জন্মদিনের দিন নিজের প্রেমিকার ছবি শেয়ার করেছেন সাহেব ভট্টাচার্য। সাহেবের কথায় এখনো বিয়ের খবর শোনা যাচ্ছে না। তবে অনেকে মনে করছেন, খুব শীঘ্রই নাকি সাত পাকে ঘুরতে চলেছেন অভিনেতা।