রাঙামতির তীরে লক্ষ্যভেদ গুন্ডাদের! রাঙার জন্যই ঘোর বিপদে উড়ান বাবু!নিজের স্বামীকে এবার কিভাবে বাঁচাবে রাঙা?

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল রাঙামতি তীরন্দাজ (Rangamati Tirandaj)। জলসা পর্দার এই ধারাবাহিক দারুন হিট হচ্ছে সপ্তাহের পর সপ্তাহ জুড়ে। টিআরপি লিস্টেও কামাল দেখাচ্ছে রাঙামতি। অসাধারণ অভিনয় দক্ষতায় সকলের মন জয় করে নিয়েছেন নায়িকা। ‌আর এবার প্রকাশ্যে এল নতুন প্রোমো।‌

প্রকাশ্যে রাঙামতি তিরন্দাজের নয়া প্রোমো

রাঙামতিতে জমজমাট দ্বিতীয় দিন! রাঙামতির তিরন্দাজির কামালে এবার এক দল দুষ্কৃতী নেকলেস চুরি করতে ঝাঁপিয়ে পড়ল। সদ্য প্রকাশ্যে এসেছে তেমনই জমজমাট প্রোমো। দেখা যাচ্ছে, গল্পের নায়িকা রাঙামতিকে লক্ষ্য স্থির করে দেওয়া হয়েছে। বরাবরের মতো লক্ষ্যে অব্যর্থ রইল রাঙা। তবে তারপরই বুঝতে পারল সে নিজের অজান্তে একটি দুষ্কৃতী দলকেও মদত দিয়েছে।

এবার যে লক্ষ্যে সে তীর চালিয়েছে, সেখানে রয়েছে উড়ানবাবু। এবার খোদ রাঙামতি উড়ানবাবুর বিপদের কারণ? নিজের কাছে প্রতিজ্ঞা করে রাঙামতি সে থাকতে তার উড়ানবাবুর কোনও বিপদ হতে দেবে না সে। রাঙা কি পারবে তার স্বামীকে রক্ষা করতে?

রাঙামতিকে মিথ্যে কথা বলে তাঁকে পাপ কাজ করানো হয়েছে! হীরের নেকলেস চুরি করানোর জন্য ব্যবহার করা হয়েছে রাঙামতিকে। ‌রাঙাকে বেঁধে রেখে নেকলেস আনতে ছুটলো গুন্ডারা। ‌কিন্তু রাঙা সবার সামনে প্রতিজ্ঞা করেছে, তাঁর প্রাণ থাকতে, উড়ান বাবু এবং অন্য কারোর ক্ষতি সে হতে দেবে না। এখন দেখা যাক ধারাবাহিকের পর্বে কি হয়।

আরও পড়ুন: ঝিলিকের সন্দেহ, দেবার প্রেম ও আঁখিকে ঘিরে পিআরকে-র চক্রান্ত! দুই শালিকে শুরু রহস্যময় পর্ব

ধারাবাহিকের প্রোমো দেখে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে দর্শক মহলে। অনেকেই বলছেন, “ঠিক যেন হিন্দি সিরিয়ালের প্রোমো দেখলাম।” অনেকের কথায়, “রাঙামতি এবার স্লট পাবেই পাবে। দারুণ‌ প্রোমো, দুর্ধর্ষ অ্যাকশন।” দর্শকদের মধ্যে আবার অনেকে বলছেন, “প্রোমো বড্ড বেশি অতিরঞ্জিত।” আবার রাঙামতির সঙ্গে অনেকে কিরণমালার তুলনা টেনেছেন। ‌