স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। টেলিভিশন পর্দার এই সিরিয়ালটি বছরের পর বছর ধরেই দর্শকদের মনোরঞ্জন করে আসছে। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র সূর্য, দীপা এবং সোনা, রুপা সকলের মনে দাগ কেটেছে। আর এবার দেশ ছাড়িয়ে বিদেশে পাড়ি জমাল সোনা, রূপা।
দেশ ছাড়িয়ে বিদেশে সোনা, রুপা!
দীর্ঘ দুই বছর ধরে টেলিভিশন পর্দা মাতিয়ে রেখেছে জলসার অনুরাগের ছোঁয়া। টিআরপি তালিকায় দীর্ঘ সময় ধরে শীর্ষস্থান দখল করে রাখা এই কাহিনী রেকর্ড ভেঙেছে অতীতের হিট মেগা গুলির। একটানা বেঙ্গল টপার থাকা এই ধারাবাহিকের বর্তমানে কিছুটা নম্বর কমলেও এই ধারাবাহিকের জনপ্রিয়তা এতটুকু কমেনি। আর তাই বিদেশের দর্শকদের কাছেও পৌঁছে গেল অনুরাগের ছোঁয়া।
জি বাংলা এবং স্টার জলসার মধ্যে সবসময়ই হাড্ডাহাড্ডি টক্কর চলে। তবে অনুরাগের ছোঁয়ার রেকর্ড ব্রেকিং অবাক করেছে অনেককেই। এই গল্পটি এখন এগিয়ে গিয়েছে বেশ কিছু বছর পেরিয়ে। সূর্য দীপার প্রেমের কাহিনী দিয়ে শুরু হওয়া এই মেগা সিরিয়ালটির বর্তমান গল্প চলছে তাঁদের দুই মেয়ে সোনা রুপাকে কেন্দ্র করে। আর সেটাই এখন ধারাবাহিকের বর্তমান প্লট। প্রত্যেক পর্বে জমে যাচ্ছে গল্প।
এরই মাঝে স্টার জলসার অনুরাগের ছোঁয়া টিমের কাছে দুর্দান্ত সুখবর। বাংলার এই সিরিয়াল পাড়ি জমিয়েছে বিদেশের মাটিতে। বাঙালিদের কাছেও এই ধারাবাহিক গর্ব। এবার থেকে বিদেশের টিভিতে নিয়মিত সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। আনন্দে উচ্ছ্বসিত অনুরাগের ছোঁয়ার টিম। বলতেই হবে সবাইকে পেরিয়ে দারুণ টক্কর দিল জলসার মেগা সিরিয়ালটি।
আরও পড়ুন: পেট থেকে গলগলিয়ে বেরোচ্ছে র’ক্ত! চোখে মুখে যন্ত্রনা ছাপ, একি হাল হল রূপাঞ্জনা মিত্রর?
আসলে, স্টার লাইফ আফ্রিকা চ্যানেলে এবার থেকে সম্প্রচারিত হবে অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিকটির বাংলা পর্বগুলি ইংরেজি ভাষায় ডাবিং করে দেখানো হবে ওই চ্যানেলে। চরিত্র সবাই একই থাকছে। গোটা ধারাবাহিক একই রকম ভাবে সম্প্রচারিত হবে। তবে সেই অঞ্চলের মানুষদের বোঝার সুবিধার্থে ইংরেজি ভাষায় ডাবিং করে নেওয়া হবে প্রত্যেকটি পর্ব।