জিনিয়াকে নয়, শুভকেই বিয়ে করতে চায় আদৃত! সবাইকে জানালো সে, আদৃত দার প্রেম প্রস্তাব কি মেনে নেবে শুভ? জমজমাট আজকের পর্ব

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grehaprabesh)। কিছুদিন আগেই আরম্ভ হওয়া এই ধারাবাহিক টেলিভিশন পর্দায় কামাল দেখাচ্ছে। টিআরপি তালিকাতেও এগিয়ে রয়েছে জলসার গৃহপ্রবেশ। এই ধারাবাহিকের প্রত্যেক পর্বে থাকছে চমক। আর এবার টানটান পর্ব উপহার দিল ‘গৃহপ্রবেশ’ মেগা সিরিয়ালটি।

Grehaprabesh Today Episode 17th December | গৃহপ্রবেশ আজকের পর্ব ১৭ ডিসেম্বর

জলসা পর্দায় সম্প্রচারিত গৃহপ্রবেশ ধারাবাহিকে এবার জমজমাট পর্ব। এপিসোডের শুরুতেই দেখা যায়, শুভলক্ষ্মী নিজের সমিতি নিয়ে চিন্তিত। সে এই বিদেশ থেকেই ভিডিও কলে নিজের গ্রামের মানুষদের সঙ্গে যোগাযোগ করেছে। তাঁদের শুভ জানায়, সমিতিকে সে একটা বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করতে চায়। আর তার জন্য সরকারি অফিসগুলিতে গিয়ে কথা বলবে।

Star Jalsha, Grehaprabesh, New Serial, Promo, Promo Released, Ushasi Ray, Sushmit Mukherjee, Television, স্টার জলসা, গৃহপ্রবেশ, ঊষসী রায়, সুস্মিত মুখার্জী, টেলিভিশন, বিনোদন

শুভ এও বলে, সমিতিকে নিয়ে তার অনেক স্বপ্ন। সে প্রমাণ করে দেবে গ্রামের সাধারণ মেয়েরাও নিজেদের ঠিক প্রমাণ করতে পারে। তুলে ধরতে পারে আর স্বপ্নপূরণ করতে পারে। ঠিক এমন সময় আদৃতর বাড়ির লোকজন প্ল্যান করে শুভ এবং আদৃতকে এক ঘরে বন্ধ করে দেয়। তখনই আদৃত নিজের মনের কথা বলে।

শুভর কাছে আদৃত জানায়, জিনিয়াকে সে বিয়ে করতে চায় না। জিনিয়া তার জন্য উপযুক্ত পাত্র নয়। বরং আদৃত ভালবাসে শুভকে। আদৃতর মুখে এই কথা শুনে দুর্বল হয়ে পড়ে শুভ। তবে কড়া স্বরে উত্তর দেয়, আদৃতর কাছ থেকে যে এই কথা তাঁকে শুনতে হবে, সেটা সে স্বপ্নেও ভাবেনি। আর দুদিন পর আদৃতর বিয়ে, এমন সময় আদৃতর কাছ থেকে এই কথা সে আশা করে না। ‌ আর এমন কথা সে মানতেও চায়না।

আরও পড়ুন: খারাপ খাবার খেয়ে বিপদে শিশুরা, আনন্দীর উদ্যোগে নতুন সমাধানের খোঁজ! পারবে আনন্দী এই চ্যালেঞ্জ জিততে?

অন্যদিকে দেখা যায়, আদৃতর মা মনে মনে বুঝতে পারছে কিছু একটা ঘটছে। কিন্তু কি ঘটছে সেটা তাঁকে জানতেই হবে। আবার অন্যদিকে, আগের দিনের কথা চিন্তা করে আদৃতর প্রতি প্রচন্ড রেগে রয়েছে জিনিয়া। সে স্পষ্ট জানিয়ে দেয় যে ছেলে অন্য একটা মেয়ের জন্য তাঁকে অপমান করতে পারে সেই ছেলেকে সে কিছুতেই বিয়ে করবে না। অর্থাৎ আদৃতকে বিয়ে করতে চায় না জিনিয়া। তাহলে শেষমেষ কি ঘটবে? এক হবে আদৃত এবং শুভলক্ষ্মী?