স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘রোশনাই’ (Roshnai) প্রথম থেকেই মন কেড়েছে দর্শকদের। এই ধারাবাহিকের নানান গল্পের মোড় গল্পের প্রতি দিনে দিনে আগ্রহ বাড়িয়েছে মেগা প্রেমীদের। বর্তমানে, এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যায়, শন ব্যানার্জী(Sean Banerjee), তিয়াসা লেপচা (Tiyasha Lepcha)।
ধারাবাহিক নির্মাতাদের সঙ্গে সঙ্গে দর্শকেরাও জানেন, এই বিনোদনের দুনিয়ায় টিআরপির কদর ঠিক কতটা। তাই বিগত বেশ কিছুদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে এই সিরিয়ালের দর্শকের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। তার কারণ গল্পের ঢেউয়ে ভাটা পড়েছে তা নয়, বরং অন্যকিছু।
সিরিয়ালের প্রথম দিন থেকেই গল্পের মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা শন ব্যানার্জি ও অনুষ্কা গোস্বামীকে। অনুষ্কা গোস্বামী মূলত পরিচিতি পায় স্টার জলসায় হয়ে যাওয়া ধারাবাহিক ‘গাঁটছড়া’ থেকে। কিন্তু বর্তমানে এই সিরিয়াল চলাকালীন আচমকাই মাঝপথে ‘রোশনাই’-এর মুখ্য চরিত্রের অভিনেত্রীর মুখ বদল ঘটে। যা এই মুহূর্তের এই মেগার অনুরাগীরা মেনে নিতে পারছেন না।
এর পরিবর্তে অভিনেত্রী তিয়াসার দিকে ধেয়ে আসছে কটাক্ষের মন্তব্য। মুখ্য চরিত্রের মুখ বদল প্রায় একেবারে বড়োসড়ো ধাক্কা বলতে পারেন অনুরাগীদের জন্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমান রোশনাইকে অনুরাগীরা স্পষ্টভাবে নানা মন্তব্য ছুড়ে দিচ্ছে। কার্যত, একেবারে তিয়াসাকে এই চরিত্রে মেনে নিতে পারছেন না দর্শক। ফলত, বহু দর্শকই এই ধারাবাহিক দেখা কমিয়ে দিচ্ছেন।
আরও পড়ুন: জিনিয়াকে নয়, শুভকেই বিয়ে করতে চায় আদৃত! সবাইকে জানালো সে, আদৃত দার প্রেম প্রস্তাব কি মেনে নেবে শুভ? জমজমাট আজকের পর্ব
দর্শক কমে যাওয়ার ফলে, টেলিভিশনে টিআরপির দৌড়েও কিছুটা পিছিয়ে পড়তে দেখা যাচ্ছে এই ধারাবাহিককে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন দর্শকদের মন্তব্য সিরিয়াল নির্মাতাদের বোঝাতে চাইছেন, অনুষ্কার মতো তিয়াসা একেবারেই অভিনয় করতে পারছেন না। যেনো মনে হচ্ছে “নামতা মুখস্ত করে যাত্রা করছে”। দর্শকদের মতে, “শনের সাথে এক্কেবারে বেমানান”। বর্তমানে প্রায় এই সব ধরনের মন্তব্যই বেশ মনের মধ্যে নাড়া দিয়ে যাচ্ছে মেগার নির্মাতাদের। তবে কি এই ভাবেই দীর্ঘদিন চলতে থাকলে ধীরে ধীরে দর্শক কমে যাওয়ার কারণে ধারাবাহিক বন্ধের মুখ দেখতে হবে মেগার কলাকুশলীদের?