বর্তমানে বেশ কিছুদিন আগে হয়ে গিয়েছে আনন্দবাজার অনলাইনের অন্যতম অনুষ্ঠান ‘বছরের বেস্ট’। আর এই অনুষ্ঠানে দেখা মিলেছে টলিউডের নামজাদা তারকা থেকে শুরু করে বিভিন্ন জগতের উচ্চ শ্রেণীর মানুষ। বিভিন্ন তারকারা তাঁরা তাঁদের মত প্রকাশ করেছেন এই অনুষ্ঠানে এসে। হঠাৎই এমনই এক তারকাকে এই অনুষ্ঠানে দেখা গেল, যিনি কিনা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রীর নাম কণিনীকা বন্দ্যোপাধ্যায়।
চলতি বছরের গত মাসের ১৫ তারিখে সুকন্যা নামক একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যাঁর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বয়ং কণিনীকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘কন্যাশ্রী’-কে নিয়ে তৈরী হয়েছে। সুতরাং, বোঝা যাচ্ছে এই সিনেমাটি খানিক রাজনৈতিক দলের নেত্রীর চরিত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে, তাই দর্শকদের কাছ থেকে অভিনেত্রীর কপালে জুটেছে কটাক্ষ।
‘বছরের বেস্ট’ অনুষ্ঠানে এসে সাক্ষাৎকারের মাধ্যমে অভিনেত্রী জানালেন, আমার গায়ে কোনো রাজনৈতিক রঙ নেই এবং আগামী দিনেও লাগবে বলে মনে হয় না। অভিনেত্রী নিজেই লোভের কথা তুলেই বললেন “আমি খুব সামান্য ডাল-ভাতেই খুশি হয়ে যাই”। এমনকি সাক্ষাৎকারে দেখা গেল অভিনেত্রী বেশ উচ্ছ্বসিত কারণ তিনি ট্রোলড হয়েছে। অভিনেত্রীর মধ্যে কেউ এমনিতে ট্রোলড হতে পারেন না। এমনকি, চটিচাটা থেকে শুরু করে নানান ধরনের গালাগালি শুনতে হয়েছে ‘সুকন্যা’র অভিনেত্রীকে।
আরও পড়ুন: দিব্যজ্যোতিকে ভালোবাসার প্রস্তাব স্বস্তিকার! নায়ককে ইশারায় আই লাভ ইউ বললেন নায়িকা
গানের কলিতেই আছে, ‘কুছ তো লগ কহেঙ্গে, লোগোকা কাম হ্যায় কেহেনা’ অর্থাৎ তুমি তোমার কাজ করে যাও, লোকের কথা বলার কাজ তারা বলে যাবেই। অভিনেত্রী কণিনীকার মন্তব্যের সারমর্ম করলে এই গানের কলিই হবে আদর্শ উদাহরণ।