অবশেষে হল ‘মধুর মিলন’। শত ঝড়ঝাপটা-বাধা কেটে যাবার পর নবদম্পতি দেখল সুখের মুখ। বর্তমানে বিভিন্ন সিরিয়ালের মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘দুই শালিক’ (Dui Salik) ইতিমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকে দুই জমজ বোনের দুই হিরো দেখতে পাওয়া যায়। এই সিরিয়ালের মুখ্য ভুমিকায় রয়েছে অর্কপ্রভু, তিতিক্ষা দাস, সায়ন বসু এবং নন্দিনী দত্তকে।
ধারাবাহিকের বর্তমান এপিসোডে দেখতে পাওয়া যাচ্ছে শত যুদ্ধের শেষে দেবার সঙ্গে বিয়ে হয়ে গেল আঁখির। দৃশ্যের প্রথমেই দেখা যাচ্ছে দেবা আঁখিকে শিব মন্দিরে নিয়ে গিয়ে বলে, ” দেখ আমি তো তোকে ভালোবাসি আর প্রথম থেকেই বিয়েতে আমি তোকেই করতে চেয়েছিলাম” এই বলে দিবা আর আঁখি ভগবানের কাছে নিজেদের মতন প্রার্থনা করতে থাকে। প্রার্থনার পরে এই জুটি দেখতে পায় চার আনা এবং পল্টু পোশাক আনার পর তৈরি হয়ে যায় দেবা। এরপর, আঁখি মনে মনে ভাবতে থাকে একমাত্র ঝিলিকে এই খবর জানালো হল না।
অন্যদিকে দেখা যাচ্ছে ঠাকুর মশাই বলে কন্যাকে সম্প্রদান করার জন্য বাবার প্রয়োজন। সেই মুহূর্তেই এসে পৌছায় অনিমেষ বাবু এবং বিয়ে সম্পন্ন হয়। কিন্তু এখনো অনিমেষ বাবু জানে না, ‘আঁখিই ওনারই মেয়ে’। এইসব ঘটতে দেখে মনে মনে বেশ খুশি হয় দেবা। স্বপ্ন হতে চলেছে সত্যি। বিয়ের সম্পন্ন হবার পর আঁখি অনিমেষকে প্রণাম করে বলে, ‘আপনি যেভাবে আমার বাবার মতন পাশে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দিলেন আমি কখনোই এই ঋণ শোধ করতে পারবো না’।
আরও পড়ুনঃ ‘একসঙ্গে চাট খেয়েছি, কাশী বিশ্বনাথের দর্শন করেছি’, সম্পর্ক ভাঙার গুঞ্জন উড়িয়ে দিলেন অঙ্কিতা-সৌম্যদীপ!
এরপর একটু সবাই মিষ্টিমুখ করে মনের কথা আদান-প্রদান করলো দেবা-আঁখি। দেবা আঁখিকে সকালের ফোন করার কথা বলায় আঁখি কিছুতেই বুঝতে পারছে না দেবাকে কে ফোন করেছিল। এরপর, দুজনেই গৌরবের সুস্থতার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করল। এরপর, গোরার সঙ্গে ঝিলিকের তর্ক-বিতর্ক বাধে গৌরবের অসুস্থতা নিয়ে। দর্শকরা এখন ভাবছেন আগামী দিনে কী হতে চলেছে এই ধারাবাহিকে?