সন্তান বড্ড দামি! ‘স্ত্রীর সন্তান প্রসবের খরচ ৬ লক্ষ টাকা!’- বিধানসভায় বিল জমা দিয়ে হইচই কান্ড বাঁধালেন কাঞ্চন

কাঞ্চন মল্লিক(Kanchan Mullik) -শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) বর্তমানে অত্যন্ত চর্চিত জুটি। সোশ্যাল মিডিয়া থেকে টলিউড জগৎ সর্বত্রই বিরাজমান এই দম্পতি। বর্তমানে বেশ কিছুদিন হল শ্রীময়ী কাঞ্চনের ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। মল্লিক পরিবারে বইছে এখন খুশির হাওয়া। চলতি বছরের গোড়ার দিকে শত বাধা পেরিয়ে এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় থেকে শুরু করে জীবনের নানান জীবনযাত্রার অনেক অংশই তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। ফলত, সমালোচনা পিছু ছাড়ে না সদ্যজাতকের বাবা-মায়ের।

রাজনৈতিক থেকে অরাজনৈতিক যেকোনো বিষয়ে মন্তব্য করলেই সমালোচকেরা বিভিন্ন মন্তব্যের মাধ্যমে কটাক্ষ করতে শুরু করেন। ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে, অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক সন্তান জন্মের জন্য খরচ বাবদ ৬ লক্ষ টাকার বিল জমা দেয় বিধানসভায়। স্বাভাবিকভাবেই বিধানসভা সহ চারিদিকে ছড়িয়ে পড়ে এই চাঞ্চল্যকর তথ্য। বিধানসভা সূত্রে জানতে পারা যাচ্ছে, আনুষাঙ্গিক খরচে ব্যয় হয়েছে দু লক্ষ টাকা এবং ডাক্তারেরা নিয়েছেন চার লক্ষ টাকা।

Bidhanshava

স্বাভাবিকভাবেই, বেলাগাম খরচের হিসাব নিয়ে চর্চা শুরু হয়েছে বিধানসভায়। এই বিষয় নিয়ে স্পিকারকে জিজ্ঞাসা করায় তিনি বলেন, এই বিষয়টি পুরোপুরি তাদের নজরে রয়েছেন, সমস্ত কাগজপত্র দেখে যাচাই করা হবে বলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। প্রয়োজন হলে পরবর্তীকালে বিধায়ককে ডেকে পাঠানো হবে বলেছেন স্পিকার। নথি পুরোপুরি যাচাই না করে এই বিষয়ে ছাড়পত্র পাবে কিনা এই নিয়ে এখনই কিছু স্পষ্টত জানাতে চাননি বিমান বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ ‘পথ দুর্ঘটনায় মেয়ের মৃ’ত্যু হয়েছে!’ খবর পেতেই শোকে পাথর বর্ষীয়ান অভিনেত্রী তনুজা

অন্যদিকে নিয়মে রয়েছে, শুধুমাত্র চশমার বিল তৈরিতে ঊর্ধ্বসীমা হতে পারে ৫ হাজার টাকা। চাঞ্চল্যকর খবর শুনে সাধারণ মানুষেরা কটূ মন্তব্য করছেন, কিন্তু অভিনেতা বা অভিনেত্রী এই বিষয় নিয়ে এখনও কিছু বক্তব্য প্রকাশ করেননি।