‘খাদান’-এ নেগেটিভ চরিত্রে অভিনয় ‘না’, এবার হাতে ত্রিশূল নিয়ে লুঙ্গি ডান্স করে লোক মাতাতে আসছেন বাংলার লিডিং হিরো

টলিউডে (Tollywood) প্রতি বছরই নতুন ধরনের গল্প ও চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়। দর্শকদের মনোরঞ্জনের জন্য কখনো ভৌতিক গল্প, কখনো বা থ্রিলার নিয়ে হাজির হন নির্মাতারা। লোককাহিনির সঙ্গে থ্রিলারের মিশেলে এক ভিন্ন ধারার ছবি তৈরির চলও দেখা যাচ্ছে ইদানীং। পুজোর মরসুমে এমনই এক নতুন গল্প নিয়ে আসছে পরিচালক আতিউল ইসলামের ছবি ‘বানসারা’। এই ছবিতে রয়েছে দেবী বন্দনার সঙ্গে ক্রাইম, ফোকলোর আর অ্যাকশনের মিশেল।

টলিউডের মিষ্টি মুখ বনি সেনগুপ্ত বেশ কিছুদিন ধরে চর্চায় নেই। রোমান্টিক হিরো হিসেবে জনপ্রিয়তা পেলেও, দর্শক তাঁকে বড় পর্দায় দীর্ঘদিন দেখেননি। এবার সেই খরা কাটিয়ে ফিরছেন এক পুলিশ অফিসারের চরিত্রে। তবে এই কামব্যাক যে খুব ‘সিরিয়াস’ তা মনে করছেন না অনেকেই। কারণ শুটিং স্পট থেকে ফাঁস হওয়া একটি ভিডিওতে বনিকে লুঙ্গি পরে ত্রিশূল হাতে নাচতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ঝড় তুলেছে, আর নেটিজেনরা ট্রোলের বন্যা বইয়ে দিয়েছেন।

‘বানসারা’ ছবির কেন্দ্রে রয়েছে পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম, যেখানে দেবীকে ঘিরে চলে গ্রামবাসীর বিশ্বাস। দেবী গ্রামের অপরাধীদের নিজের হাতে শাস্তি দেন বলে বিশ্বাস করা হয়। দেবীর আদেশ বড়মার মাধ্যমে গ্রামবাসীদের কাছে পৌঁছায়। বড়মার চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য, আর পুলিশ অফিসার অজিতেশের ভূমিকায় দেখা যাবে বনিকে। গল্পে দেখা যাবে, পুলিশ অফিসার অজিতেশ এই গ্রামে আসেন এবং দেবীর সত্যতা খুঁজতে শুরু করেন।

ছবির গানে লুঙ্গি পরে বনির ত্রিশূল হাতে নাচের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ছবিটি নিয়ে ট্রোল শুরু হয়েছে। একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, “বনি এখন দক্ষিণী স্টাইলে হিরো হতে চাইছেন, কিন্তু লুঙ্গি নিয়ে অ্যাকশন হিরো হওয়া কঠিন!” অন্য একজন বলেন, “বনি তো এখন ফোকলোর হিরো, পরেরবার হয়তো দোল নিয়ে অ্যাকশন করবেন।” যদিও পরিচালক দাবি করেছেন, ছবিটি একদম অন্য ধরনের গল্প নিয়ে তৈরি এবং এতে বনির চরিত্র একেবারে ভিন্নধর্মী।

আরও পড়ুনঃ “ঋতু ছবিতে থাকলে আমি ১ টাকা হলেও বেশি নিতাম” কেন এই বৈষম্য করতেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ

‘বানসারা’ পুজোর মরসুমে মুক্তি পেতে চলেছে। পরিচালক আতিউল ইসলাম জানিয়েছেন, “এই ছবিতে বনি এবং অপরাজিতা আঢ্য এমন চরিত্রে রয়েছেন, যা তাঁদের অভিনয় জীবনের সবচেয়ে আলাদা কাজ হতে চলেছে। ছবি মুক্তির পর দর্শক বুঝবেন কেন লুঙ্গি পরেও বনি সিরিয়াস।” ট্রোলের মাঝেও বনি আশাবাদী, কারণ নতুন কিছু করার সাহসই তাঁকে এই চরিত্রে কাজ করতে উৎসাহ দিয়েছে। পুজোয় ছবিটি দর্শকদের মন জয় করতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।