কথায় আছে, ‘তীরে এসে তরী ডুবলো’ এই কথারই প্রতিফলন ঘটলো মিশকার জীবনে। বর্তমানে, ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। এই সিরিয়ালটির দৃশ্যে কিছুদিন আগেই দেখা গেছে অনেক ঝড় ঝাপটাকে অতিক্রম করে অবশেষে এক হয়েছে সূর্য-দীপা এবং তার দুই কন্যা সন্তান। এই ধারাবাহিকে সূর্যর চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে দিব্যজ্যোতি দত্ত’কে এবং দীপার চরিত্রে অভিনয় করছে স্বস্তিকা ঘোষ।
কিন্তু, এই সুখের দৃশ্য কি মিশকার সহ্য হয়? তা কখনোই নয়। সূর্য-দীপার জীবনে বরাবরের মতো এইবারেও বাধ সাধলো মিশকা। যেদিন থেকেই ধারাবাহিক শুরু হয়েছে বলে দিতে পারি সেই সময় থেকেই সূর্যর বন্ধু মিশকা নানা ছলনার মাধ্যমে বিয়ে করতে চেয়েছে সূর্যকে। সূর্য এবং দীপার মাঝে আজীবন তৃতীয় ব্যক্তি হয়ে রয়ে গেছে মিশকা।
এই ধারাবাহিকের মাসখানেক হল দেখা যাচ্ছে এই গল্পে পেরিয়ে গেছে অনেকগুলো বছর, সূর্য দীপার জীবনের গল্প পরিবর্তনের সঙ্গে সঙ্গে বড় হয়েছে রুপা এবং সোনা। সবকিছুর পরিবর্তন হলেও বদলাইনি মিশকার লক্ষ্য। সে কখনোই ভালো থাকতে দেবে না সূর্য ও দীপা’কে। আর তার জেরেই মিশকার আজ এই পরিণতি। শেষ হল মিশকা, দেখা যাবে না আর এই খলনায়িকাকে।
আরও পড়ুনঃ “আমি বাঙালি বলে কঙ্গনা আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন” কঙ্গনার প্রশংসায় পঞ্চমুখ ঋষি কৌশিক!
এই ধারাবাহিকের এক দৃশ্যে দেখা যাচ্ছে প্রথমে মিশকা দীপা’কে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু তাতে অসফল হয়ে পরবর্তীকালে পুলিশের গুলি খেয়ে এবং চৌবাচ্চার জলে পরে ইলেকট্রিক শক খেয়ে মারা যায় মিশকা। চিরতরে শেষ হয় মিশকার অধ্যায়। অন্যদিকে দেখা যায় দীপা’কে মৃত্যুর হাত থেকে রক্ষা করে সূর্য। সিরিয়ালের এই দৃশ্য দেখে দর্শকদের মধ্যে খুশির সীমানা নেই কিন্তু আবার অনেক সিরিয়াল প্রেমীদের মতে, মিশকা এর আগেও অনেকবার ভিন্নরূপ ধরে ফিরে এসেছি দীপা-সূর্যর জীবনে। তাই এইবারেও সেই ঘটনা আবারও ঘটতে পারে বলে অনেকেই আশঙ্কা করছে। আবার, অনেকে ভাবছেন মিশকা অর্থাৎ অহনা কি একেবারেই একেবারেই বিদায় নিলো এই ধারাবাহিক থেকে?