পরকীয়া ছাড়া গল্প লিখতে জানেন না? শুরু হওয়ার আগেই দারুণ কটাক্ষের মুখে লীনা গাঙ্গুলীর “চিরসখা”! তবে কী সহজ হবে না এই ধারাবাহিকের পথচলা?

লেখিকা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) হাত ধরে আসছে আবারো এক অন্যরকম প্রেম কাহিনি।‌ ধারাবাহিকের নাম ‘চিরসখা’। রক্তের সম্পর্ক ছাড়াও নিজের লোক হওয়া যায় এই বার্তা নিয়েই শুরু হচ্ছে এই ধারাবাহিক। গল্পের মুখ্য চরিত্রে থাকছেন অপরাজিতা ঘোষ দাস। তাঁর বিপরীতে দেখা যাচ্ছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে। এছাড়াও এই ধারাবাহিকে থাকছেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, লাভলি মৈত্র, রেশমি সেন, চন্দন সেন, ঐশী ভট্টাচার্য, রাজন্যা মিত্র, দিগন্ত বাগচী, দীপান্বিতা হাজারি, মালবিকা সেন, রাজা গোস্বামীর মতো তারকাদের।

প্রথম প্রোমোতে দেখা গেল, ‘অধরা মাধুরী’তে প্রবেশ করছে ছেলের বাড়ির লোকেরা। বাড়ির মেয়ের জন্য সম্বন্ধ দেখতে এসেছে। রান্নাঘরে চা বানাতে ব্যস্ত অপরাজিতা। গায়ে তার সাদা রঙের খাদির শাড়ি, তাতে কালো রঙের পাড়। চোখে মোটা ফ্রেমের চশমা, কপালে কালো টিপ। গলায় সোনার সরু চেন।

বরের বাড়ির লোকেদের সাদরে অভ্যর্থনা জানান সুদীপ। নিজের পরিচয় দিয়ে বলেন, ‘নমস্কার আমি শতদ্র বোস। আমি সম্পর্কে বুবলাইদের কাকা হই।’ আর তখনই উলটো দিক থেকে প্রশ্ন আসে, ‘আপনি ঠিক কীরকম কাকা হন’। যাতে অনিন্দ্য কোনো জবাব না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর এগিয়ে এসে অপরাজিতা জবাব দেয়, ‘আমার স্বামীর বন্ধু ছিলেন তিনি’। এরপর ‘ও নিজের কেউ নয়’ প্রশ্নে ফের জবাব দেন, ‘নিজের লোকের থেকেও অনেক বেশি। আমার স্বামীর মৃত্যুর পর, নিজের লোককে পাশে পাইনি কিন্তু। এর চেয়ে বেশি নিজের আর কেউ নেই দিদি’।

সম্প্রতি, ধারাবাহিকের এই প্রথম প্রোমো সামনে আসতেই, প্রথম ঝলকেই বাজিমাত অপরাজিতা-সুদীপের। তাই ধারাবাহিক ঘিরে উত্তেজনা তুঙ্গে দর্শকের। একদল দর্শক যেমন খুব খুশি হয়েছেন মধ্যবয়স্কা এই অন্য ধাঁচের প্রেম কাহিনী নিয়ে তেমনই একদল না খোশ। বিভিন্ন কটাক্ষ চলছে এই ধারাবাহিকের বিষয় নিয়ে। তাঁদের বক্তব্য “লীনা পিসির সিরিয়ালে পরোকিয়া দেখায় এটাই স্বাভাবিক। তবে এই সিরিয়ালে ১০০% পরোকিয়া যে আছে এটা প্রোমোতেই দেখিয়েছে/ কিছুটা হলেও অনুমান করা যাচ্ছে।”

তারা লীনা গাঙ্গুলীর কাছে প্রশ্ন রেখেছেন। জিজ্ঞাসা করেছেন, “লীনা পিসির কাছে একটা প্রশ্ন। আপনি কি এই টাইপের কাহিনী ছাড়া আর কিছু লিখতে পারেন না?? আপনার কাছে সিরিয়াল মানেই কি দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি থাকতেই হবে। না কি আপনার চোখে ভারতবর্ষে দুজন সুখি দম্পত্যির জীবন সংসার কখনোই দেখেননি??”

আরও পড়ুনঃ এবার বস্তিতে ফিরবে ঝিলিক, ছাতা বাড়িতে ধামাল করবে আঁখি! বউদের রদ বদল কি ধরতে পারবে দেবা- গৌরব?

ধারাবাহিকটি শুরুর আগেই প্রবল কটাক্ষের মুখে পড়ছে। এর আগেও লীনা গঙ্গোপাধ্যায় এর বালিঝড়, গুড্ডি, শ্ৰীময়ী এর মতো ধারাবাহিক লিখেছিলেন, যেখানেও পরকীয়ার একটা প্রবল প্রবণতা ছিল। এই ধারাবাহিকও তাঁর ব্যতিক্রম নয় বলছেন দর্শক। এখন কেমন হবে এই মেগার পথচলা তা সময়ই বলবে। আগামী ২৭ শে জানুয়ারি থেকে রোজ রাত ৯ টায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।