“আমার কারোর সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই, আমি এটাও বলতে পারব না আমি স্টার কিড” স্পষ্ট কথা শনের

টেলিভিশন পর্দার পরিচিত মুখ অভিনেতা শন ব্যানার্জি (Sean Banerjee)। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিক রোশনাইতে (Roshnai)। তবে টেলিভিশনের কাজে সীমাবদ্ধ নন শন। কারণ তাঁকে এবার দেখা যেতে চলেছে বড় পর্দায় নতুন ছবিতে। শন অভিনীত এই নতুন ছবির নাম ‘যদি এমন হত’।

দিদার একটা বড় দেনা ছিল, এক কোটি টাকার: শন ব্যানার্জি

স্টার জলসার হাত ধরেই অভিনেতার উত্তরন। ‘মন ফাগুন’ ধারাবাহিকের মাধ্যমে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তিনি। তারপর আবার তিনি ফিরে এলেন স্টার জলসার পর্দাতেই অভিনেত্রী অনুষ্কা গোস্বামীর বিপরীতে ‘রোশনাই’ ধারাবাহিকে আরণ্যকের চরিত্রে দেখা মিলল তাঁর। বর্তমানে অভিনেত্রী তিয়াসা লেপচার সঙ্গে এই ধারাবাহিকে জুটি বেঁধেছেন শন।

তবে নিজের অভিনয় দক্ষতায় বড় পর্দাতেও চুটিয়ে অভিনয় করছেন তিনি। নতুন ছবি ‘যদি এমন হত’ মুক্তি পেতে চলেছে সামনে। ছবিতে শন জুটি বেঁধেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের বিপরীতে। তবে ছবি মুক্তির আগে একটি বিশেষ সাক্ষাৎকারে এসেছিলেন অভিনেতা। যেখানে তিনি বললেন, তিনি নিজেকে কখনোই স্টার কিড বলে পরিচয় দিতে চান না।

আরও পড়ুনঃ তথাগতকে ভুলে নতুন প্রেমে মজলেন দেবলীনা! রংমিলন্তি পোশাকে দেবলীনার নতুন প্রেমিক কে?

অভিনেতা শন ব্যানার্জি সম্পর্কে সুপ্রিয়া দেবীর নাতি। তিনি বললেন, একসময় তার দিদার একটা বড় অংশের দেনা হয়েছিল। একটি বিশেষ ছবির জন্য যে ছবিটা ফ্লপ করেছিল, সুপ্রিয়া দেবীকে এক কোটি টাকা শোধ করতে হয়। আর সেই ঘটনা এখনো মনে রেখেছেন শন। একই সাথে তিনি এই কথা স্পষ্ট করেছেন যে তার কারো সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই।

অভিনেতা দেব এবং অভিনেতা জিৎ সম্পর্কে

বেশ কিছু কথা বলেছেন অভিনেতা শন ব্যানার্জি। তাঁর কথায়, দেবের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ না হলেও দেব অত্যন্ত ভাল মানুষ। দিদা থাকাকালীন
একবার দেব এসে তাঁদের বাড়ি ইলিশ মাছ খেয়ে গিয়েছিলেন সেই কথা মনে রয়েছে শনের। আবার জিৎ সম্পর্কেও তার ব্যক্তিত্ব সম্পর্কে প্রশংসা শোনা গেল শনের মুখে। তবে নিজের ছবি নিয়ে আশাবাদী তিনি। আশা করছেন সকলের ভালো লাগবে।