তথাগতকে ভুলে নতুন প্রেমে মজলেন দেবলীনা! রংমিলন্তি পোশাকে দেবলীনার নতুন প্রেমিক কে?

দেবলীনা দত্ত (Debolina Dutta), বাংলার টেলি (Tollywood) জগতে অত্যন্ত পরিচিত মুখ তো বটেই এমনকি রুপোলি পর্দাতেও যথেষ্ট নামডাক রয়েছে তাঁর। এই অভিনেত্রী ১৯৯৬ সালে সীমারেখা সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতের আত্মপ্রকাশ করেন। দেবলীনা মূলত ‘এক আকাশের নীচে’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের নজরে আসেন। অভিনেত্রীর কয়েকটি উল্লেখযোগ্য সিরিয়াল হল- ‘সাতকাহন’, ‘নীল সীমানা’, ‘এক আকাশের নীচে’, ‘সখি’, ‘দুর্গা’, ‘এখানে আকাশ নীল’, ‘ঠিক যেন লাভ স্টোরি’, ‘অন্দরমহল’ এবং আরো অনেক।

এই অভিনেত্রী রিল জীবন থেকে রিয়েল জীবন, সবকিছু নিয়েই বরাবরই অকপট বাংলার দর্শকদের কাছে। জীবনের প্রথম বিয়েতে লগ্নভ্রষ্টা হওয়া থেকে তথাগতর সঙ্গে দাম্পত্য জীবন সবকিছুই জলের মতো স্পষ্ট তাঁর অনুরাগীদের। দেবলীনার সঙ্গে তথাগত মুখার্জির দীর্ঘ দাম্পত্য জীবনে মৌখিকভাবে যবনিকা পড়লেও এখনও তাঁরা খাতায়-কলমে বিবাহ বিচ্ছেদ ঘটায়নি।

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী বিগত কয়েক বছর ধরে আলাদা থাকার কারণে তাঁর জীবনে নতুন করে প্রেমের জাগরণ ঘটেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়া একটু খেয়াল করলেই দেখা যাবে অভিনেত্রী সঙ্গে জুটি হয়ে ধরা দিচ্ছে অন্য কেউ, নাম তাঁর সর্বজিৎ। এই শহরের নামকরা গায়ক এবং প্রযোজক হলেন সর্বজিৎ ঘোষ। সমাজ মাধ্যমে এই ছবি দেখা গেলেও, ক্যালেন্ডারের পাতা বলছে প্রেম করছেন দেবলীনা। ফটোতে ধরা পড়েছে দেবলীনা দত্তের রোমান্টিক মুহূর্তের ছবি।

আরও পড়ুনঃ মনে আছে ‘ছোট বউ’-এর অভিনেত্রীকে! বর্তমানে কেমন কাটছে দেবিকা মুখার্জির জীবন?

খোঁজ নিয়ে জানা গেল, অভিনেত্রী সম্প্রতি এক ক্যালেন্ডারের ফটোশুট করেছেন। এই ক্যালেন্ডার আবার দক্ষিণ কলকাতার এক শপিংমলে উদ্বোধন হয়েছে। শুরু হয়ে গিয়েছে প্রেমের মাস, সামনেই রয়েছে ভ্যালেন্টাইন্স উইক। আর তার জেরেই এই বিশেষ ফটোশুট। ক্যালেন্ডারের ‘কভার গার্ল’ হয়েছেন তিনি। ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌবনী সরকার, চিত্রশিল্পী ও গায়িকা সৌমিতা সাহা এবং দেবলীনা-সর্বজিৎ। ফটোতে দেখা যাচ্ছে অভিনেত্রী ও সর্বজিতের পরনে রয়েছে লাল সাদা পোশাক।

You cannot copy content of this page