রাঙাকে ভালোবেসে আহেরির প্রেম প্রস্তাব ফেরালো একলব্য! জমজমাট পর্ব ‘রাঙামতী তীরন্দাজে’!

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল হল রাঙামতি তীরন্দাজ (Rangamati Tirandaj) আজকের পর্বে শেষে থাকছে একটি চাপা উত্তেজনা। প্রথমেই, বৃন্দা এখন ব্যবসা করতে চাই বোলপুর থেকে হাতের কাজের জিনিস এনে। সেখানে রাঙা বউ তাকে যথারীতি নিজে সাধ্যমত চেষ্টা করার কথা বলে। এরপরেই আমরা দেখতে পাবো রাঙা বউ বৃন্দা কে বলে সে যেন কোনো সমস্যা হলে সেটা যেন ওকে বলে।

রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব ৮ ফেব্রুয়ারি (Rangamati Tirandaj Today Episode 8th February)

আহিরী এখন নিজের ঘরে ভাবতে থাকে কিভাবে একলব্য এর সাথে খুব সহজেই এংগেজমেন্ট সেরে ফেলবে। তখন একলব্য এসে তাকে জিজ্ঞেস করবে যে সে বাড়ি ফিরবে কিনা তখন বলে হ্যাঁ প্ল্যান করছিল কিন্তু সে ফিরবে। তারপর আহিরি চলে যায় এবং ভাবতে থাকে কিভাবে রাঙাকে যত তাড়াতাড়ি জীবন থেকে সরে।

Star Jalsha, Rangamati Tirandaj, Serial Update, New Promo, Television, Entertainment, স্টার জলসা, রাঙামতি তীরন্দাজ, টেলিভিশন, বাংলা সিরিয়াল

এরপর রাঙাবো সরস্বতী পুজো উপলক্ষে আলপনা দিতে যাবে বলে তৈরি হলে একলব্য এসে বলে এখন আর এত রাতে কিছু করতে হবে না তুমি বিশ্রাম নাও কালকে ভোর সকালে উঠে তুমি মায়ের চরণে আলপনা দিয়ে তারপরে না হয় পুজো শুরু হবে। তারপর সকাল-সকাল বৃন্দা শুটকেস গুছিয়ে যখন বেরোনোর জন্য রওনা হয় তখন রাঙা বউ বলে তুই কি পুজোর দিনেই চলে যাবি ? বৃন্দা বলে কিছু করার নেই কাজগুলো তো করতে হবে বল অনেক কাজ পড়ে আছে আর বাবা আমাকে যা শাস্তি দিয়েছে সেটা তো আমাকে মানতেই হবে।

রাঙা বউ তখন বলে ঠিক আছে তোকে চিন্তা করতে হবে না এই দিকটা নিয়ে আমি সুন্দর করে দায়িত্ব নিয়ে এ বছরে সরস্বতী পুজোটা করে দেব। তখন বৃন্দা বলে তুই থাকতে আমার আর চিন্তা কিসের কিন্তু হ্যাঁ আমি তোকে কথা দিয়ে যাচ্ছি আমি ফিরলে তোর জন্য অনেক চমক থাকবে। রাঙা এই কথাটা শুনে খুশি হয় এবং বলে যে তাই নাকি।

বৃন্দা বলে হ্যাঁ এবার আমি তাহলে যাই না হলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। তারপর রাঙ্গা সবাইকে ডাকাডাকি শুরু করে এবং পুজো প্রস্তুতি নিয়ে প্রশ্ন করে এবং পূজোর প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। ঠাকুর মশাই সহ সবাই যখন পুজো মণ্ডপে চলে আসে তখন সেখানে হঠাৎ করেই সবাই দেখে আহিরী ও চলে এসেছে। তারপরে ঠাকুরমশাই যখন বলেন যে এবার যারা পুষ্পাঞ্জলি দেবেন সবাই সামনে চলে আসুন তখন প্রমিতা আহিরীকে জিজ্ঞেস করে তুমি পুষ্পাঞ্জলি দেবে না ? আহিরী বলে হ্যাঁ আমি একলব্য সাথে পুষ্পাঞ্জলী দেবো বলেই তো এসেছি।

আরও পড়ুনঃ বড়ো পর্দায় ফের ফিরছে দেব-কোয়েল জুটি? দেবের সঙ্গে কাজ করা প্রসঙ্গে কী বলছে তাঁর ‘মধু’?

তারপরে একসাথে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে আহেরি। বলে আজকে পুজোর দিন শুভ দিন আমি আজকেই একলব্যর সাথে আংটি বদল করে আমাদের এনগেজমেন্টটা সেরে নিতে চাই এখানে একলব্যের এই প্রস্তাবটি পছন্দ হয় না এবং সে আহিরীকে সবার সামনে অপমান করে দেয় শুধুমাত্র সে তার স্ত্রী অর্থাৎ রাঙা বউকে ভালোবাসে বলে। আগামী পর্বে কি হতে চলেছে দেখার জন্য অবশ্যই আপনাদেরকে দেখতে হবে রাঙ্গাবতী তীরন্দাজ।