বড়ো পর্দায় ফের ফিরছে দেব-কোয়েল জুটি? দেবের সঙ্গে কাজ করা প্রসঙ্গে কী বলছে তাঁর ‘মধু’?

গত বছরের ‘খাদান’ (Khaddan) ঝড় কিছুটা হলেও থিতু হয়েছে এবছরের ফেব্রুয়ারী মাসে। ২০২৪-এর খাদান সিনেমা (Cinema) বাংলার কমার্শিয়াল সিনেমার দুনিয়ায় এক অন্যতম মাইল ফলক ছুঁতে পেরেছে। এই ছবির ৫০তম দিন পর্যন্ত বক্স অফিসে সাফল্য এনেছে ২০ কোটির ঘরে। এই সিনেমার প্রমোশন থেকে হল ভিজিট সবকিছুই ছিল যেনো তাক লাগানো।

দেব-যীশুর এই ছবির অন্যতম সেরা জুটি বলে মনে করেন অনেক দর্শকেই। প্রসঙ্গত বলা যায়, এই ছবিতে এমন কিছু ডায়লগ বা ব্যবহার করা হয়েছে যা দেবের আগের সিনেমাগুলির প্রতীকী হিসাবে কাজ করেছে। বিশেষত, এই সিনেমার একটা দৃশ্যে দেখা যাচ্ছে ইধিকা অর্থাৎ কিশোরী তাঁর নায়ককে ‘ও মধু’ গান গেয়ে ডাকছে। আর এই দৃশ্য দেখার পর থেকেই বাংলার দর্শকেরা আবারও কোয়েল-দেবকে জুটি হিসাবে দেখতে চাইছে বড়ো পর্দায়।

ছবি যেহেতু সাফল্যের শিখরে পৌঁছেছে সেহেতু সাকসেস পার্টি হতেই হবে। এই পার্টিতে দেখা গেছে খাদানের ভিন্ন কলাকুশলী থেকে শুরু করে পরিচালক ও প্রযোজকদের। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের ভিডিওতে দেব-কোয়েল রুপোলি পর্দায় একসঙ্গে ফেরা নিয়ে মন্তব্য করলেন অভিনেতা। দেব বললেন, কোয়েল এই ছবিতে পার্টনার হিসাবে কাজ করেছেন তাঁর সঙ্গে এবং প্রথম দিন থেকে খাদানোর সঙ্গে যুক্তও আছে।

আরও পড়ুনঃ দুর্দান্ত সাফল্য খাদানের! পেরোলো ২০ কোটি গন্ডী, “পরের বারে ২০-র পাশে আরও একটা শূন্য চাই” দেবের সাফল্যে উচ্ছ্বসিত রুক্মিণী

দেব আরও বললেন, “রানে আর কোয়েল আমার অত্যন্ত কাছের মানুষের মধ্যে পড়ে”। ভালো গল্প পেলে অবশ্যই একসঙ্গে কাজ করার আগ্রহ দেখালেন অভিনেতা। এই ভিডিওতে অভিনেত্রী কোয়েলের প্রশংসার পঞ্চমুখ হতে দেখা গিয়েছে দেবকে। কোয়েল যেভাবে নিজেকে মেইনটেন করেছে তাতে খুবই খুশি অভিনেতা। কিন্তু, সবকিছুর শেষে তবুও দেব ও কোয়েলকে একসঙ্গে পর্দায় দেখার ইচ্ছা মনের মধ্যে ধরে রেখেছে অনেক ‘পাগলু’ ভক্তরা।