বিদেশের মাটিতে সপরিবারে দাঁড়িয়ে এরকম কুটনামি কে করে? দর্শককে বোকা বানানো এমন সস্তা গল্প কেন লেখেন? গৃহপ্রবেশ নিয়ে কটাক্ষ

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ সম্প্রতি প্রচার শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ধারাবাহিকটির প্রোমোতে দেখা যায়, প্রধান চরিত্রে অভিনয় করছেন ঊষসী রায়, যিনি দীর্ঘ চার বছর পর ছোট পর্দায় ফিরেছেন। তাঁর বিপরীতে রয়েছেন সুস্মিত মুখার্জি। গল্পটি একটি ঘরের মেয়ের বিদেশে পাড়ি জমানোর পর সেখানকার নানা পরিস্থিতির মুখোমুখি হওয়ার কাহিনী নিয়ে আবর্তিত।

তবে, ধারাবাহিকটির প্রচার শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিম এবং ট্রোলের বন্যা বয়ে যায়। অনেকেই গল্পের প্রাসঙ্গিকতা, চরিত্রের উপস্থাপনা এবং সংলাপ নিয়ে সমালোচনা করছেন। বিশেষ করে, প্রধান চরিত্রের বিদেশে যাওয়ার প্রেক্ষাপট এবং সেখানে তার অভিজ্ঞতাকে অবাস্তব ও অতিরঞ্জিত বলে মনে করছেন অনেকে। এই প্রসঙ্গে একজন নেট নাগরিক বলেছেন, “মানে ইউএসএ তে লোকে বাড়ির ভিতরে লং কোর্ট পড়ে থাকে? তাহলে রুমে যে হিটার লাগানো থাকে সেগুলোর কি ফাংশন?”

Grihoprobesh today episode 14 January

এর পাশাপাশি, ধারাবাহিকটির অন্যান্য চরিত্র, বিশেষ করে বিদীপ্তা চক্রবর্তীর অভিনীত চরিত্রটি নিয়েও ট্রোল করা হচ্ছে। বিদীপ্তা চক্রবর্তী বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতের একজন সুপরিচিত অভিনেত্রী, যিনি এর আগে ‘ইষ্টি কুটুম’, ‘কুসুম দোলা’, ‘ফাগুন বউ’ প্রভৃতি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

তাঁর অভিনীত চরিত্রের কিছু সংলাপ ও আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি হচ্ছে, যা দ্রুত ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, “ সব সিরিয়াল না থাকলে জানতেই পারতাম না, নিউ ইয়র্কেও শাশুড়ির কূটকাচালি আর বস্তিকালচার চলে।”আবার কেউ কেউ বলছেন “বিদীপ্তা অত্যন্ত দক্ষ একজন অভিনেত্রী এই ধরনের বেসলেস চরিত্রে কেন যে অভিনয় করেন কে জানে।”

আরও পড়ুনঃ “সব শঙ্কর এক নয়, কারর শাড়ির আঁচল সরে যাওয়া নিয়ে আমি কটাক্ষ করি না!” মমতা শঙ্করকে হ্যাটা করলেন তাঁরই ভাইঝি শ্রীনন্দা

সর্বোপরি, ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে যে, কনটেন্টের মান এবং চরিত্রের বাস্তবসম্মত উপস্থাপনা বর্তমান দর্শকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। নির্মাতাদের এই বিষয়গুলো বিবেচনা করে ভবিষ্যতে আরও মনোযোগী হওয়া প্রয়োজন বলেই দর্শকরাও মনে করেন।