অভিনয় করতে করতে প্রেমে পড়েছেন এমন উদাহরণ ঢের রয়েছে টলিউড স্টুডিও পাড়ায়। তাদেরই মধ্যে একজন অভিনেত্রী অঙ্গনা রায় (Angana Roy) ও অভিনেতা রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharya)। স্টার জলসার তুমি আশেপাশে থাকলে (Tumi Ashe Pashe Thakle) সিরিয়াল থেকেই বন্ধুত্ব শুরু হয় জুটির।
গত বছর টেলিভিশন পর্দায় আত্মপ্রকাশ হয়েছিল স্টার জলসার নয়া ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’-এর। যে ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অভিনেতা রোহন ভট্টাচার্য এবং অভিনেত্রী অঙ্গনা রায়। ধারাবাহিককে অভিনয়ের সূত্র ধরে জুটির প্রেম চর্চা আলোচনার কেন্দ্রে চলে আসে। শোনা যায়, চুটিয়ে প্রেম করছেন রোহন ও অঞ্জনা।
‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিক চলার মাঝেই সিরিয়াল ছাড়েন অঙ্গনা। পরবর্তীতে সেই জায়গায় দেখা যায় অভিনেত্রী রুকমা রায়কে। চর্চার কেন্দ্রে আসে রোহন ও রুকমার জুটি। তবে সিরিয়াল ছাড়লো বন্ধুত্ব বজায় ছিল রোহন ও অঙ্গনার। মাঝেমধ্যে একসঙ্গে দেখা যায় তাদের।
এরই মাঝে বড় পর্দায় অভিষেক হয়েছে অঙ্গনার। অভিনেতা বিক্রম চ্যাটার্জির সঙ্গে ‘পারিয়া’ ছবিতে অভিনয় করেছেন অঙ্গনা। রোহনের হাতেও রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট।কর্মব্যস্ততার মাঝেই আবার একসঙ্গে দেখা গেল জুটিকে। দুজনকে একসঙ্গে দেখেই সাংবাদিকরা একাধিক প্রশ্ন ছুঁড়লেন। অঙ্গনার জন্য গান গাইতে অনুরোধ করা হলো রোহনকে।
আরও পড়ুনঃ অসুস্থ শরীর, বসা গলা মঞ্চ মাতালেন ঋতিকা! “তুই একজন রকস্টার” গান শুনে চোখের জলে আবেগে ভাসলেন শ্রেয়া ঘোষাল!
অনুরোধ রেখেছেন রোহন। অঙ্গনার জন্য গান গাইলেন তিনি। বাংলাদেশী সংগীত ডেডিকেট করলেন অভিনেত্রী অঙ্গনাকে। রোহনের গলায় শোনা গেল, “যদি তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও…”। রোহনের গান শুনে মুখে হাসি ফুটল অভিনেত্রী অঙ্গনার। তাহলে কি জমে ক্ষীর প্রেম? তাই তো বলছেন অনুরাগীরা।