হার উদ্ধার করার পর সেবন্তির ব্যাপারে সমস্ত সত্যি ফাঁস করে দিল শুভ! ‘গৃহপ্রবেশ’ জমে ক্ষীর

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihoprobesh)। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনেত্রী উষসী রায় (Ushashi Roy) ও অভিনেতা সুস্মিত মুখার্জী (Susmit Mukherjee)। আর এখন জলসা পর্দার এই ধারাবাহিক রীতিমতো জমে উঠেছে।

গৃহপ্রবেশ আজকের পর্ব ১২ ফেব্রুয়ারি (Grihoprobesh Today Episode 12th February)

স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকের বিগত পর্বে দেখা গিয়েছিল, হার চুরি নিয়ে রীতিমতো জটিলতা তৈরি হয়েছে। আর সে হার উদ্ধার করে শুভলক্ষ্মী।আদৃতের স্ত্রী শুভলক্ষ্মী পরিবারকে এক সূত্রে বেঁধে রাখতে চায়। কিন্তু পরিবারের অনেকেই চায়না সে সেই কাজে সফল হোক। কিন্তু শুভ বুদ্ধিমতী। তাই সে বুদ্ধি করে ঠিকই সমস্ত সমস্যার সমাধান করে।

Bengali serial

ধারাবাহিকের পর্বে দেখা যায়, স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র শুভলক্ষ্মী হার উদ্ধার করেছে ঠিকই। কিন্তু কোথাও গিয়ে তার মনে খটকা রয়েছে। ছোটমা অর্থাৎ পূরবী একা এই কাজ করতে পারেনা সেটা শুধুই মনে হতে থাকে শুভলক্ষ্মীর। আর সেটাই এবার সে খুঁজে বার করবে।

আরও পড়ুনঃ নতুন বউ, কন্যা সন্তানে মজে কাঞ্চন! ভুললেন ছেলের জন্মদিন, শুভেচ্ছা বার্তাটুকুও পাঠালেন না

ধারাবাহিকের শুরুতে দেখা যায়, শুভলক্ষ্মী তাঁর মনের খটকার কথা আদৃতকে জানায়। কিন্তু তার বদলে আদৃত বলে, আসলে শুভ এতদিন ধরে এই বিষয়টি নিয়ে অনেক বেশি ভেবেছে। তাই হয়তো এমনটা মনে হচ্ছে। কিন্তু এরপর শুভ রূপসের সঙ্গে দেখা করে। আর তাকে সমস্ত কথা জানায়।

শুভ, রূপসকে সেবন্তির ব্যাপারে সমস্ত সত্যি কথা জানায়। শুভ রূপসকে বলে, পূরবীর পক্ষে একা এই কাজ করা সম্ভব নয়। এই গোটা ঘটনার সঙ্গে রয়েছে সেবন্তী। আর এইসব কথা শুনে রুপস তো পূরবীকে কিছুটা হলেও ক্ষমা করে দেয়। আর এবার পালা আদৃতর সামনে গোটা বিষয়টি ফাঁস হওয়ার।