চোখে মুখে রক্তের দাগ, ক্ষতবিক্ষত মিমি! রাস্তায় পড়ে ছিলেন অভিনেত্রী, কিভাবে ঘটলো এমন দুর্ঘটনা?

দুঃসংবাদ! টলিউড জগতের ফের ঘটে গেল অঘটন! রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে টলি অভিনেত্রী। বাংলার পরিচিত এই অভিনেত্রীর নাম মিমি চক্রবর্তী। হ্যা, প্রথম দেখাতেই যে কারোর মনে হবে অভিনেত্রী সঙ্গে ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু, ঐ যে কথায় আছে যা চোখের সামনে দেখা যায় তা যে সবসময় সত্যি হবে এর কোনো মানে নেই অর্থাৎ অভিনেত্রীকে যেমন দেখা যাচ্ছে তেমনটা আদতে কিছুই ঘটেনি। তাহলে আসল রহস্যটা কী?

বলাই বাহুল্য অভিনেত্রীর এই মাসে প্রেমের মরশুমে মুক্তি পেয়েছিল তার গাওয়া গান যা বেশ জনপ্রিয়তা পেয়েছে বাংলার দর্শকদের কাছে। তার ঠিক এক মাস পরেই অর্থাৎ ১৪ই মার্চ মুক্তি পেতে চলেছে অভিনেত্রী আগামী ওয়েব সিরিজ, নাম ‘ডাইনি’। আর এই সিরিজেরই প্রথম ঝলক প্রকাশ্যে এল, তা দেখেই প্রাথমিকভাবে ভয় পেয়ে গেছে বহু দর্শক।

নির্ঝর মিত্রের পরিচালনায় ‘হইচই’ প্লাটফর্মে আসতে চলেছে এই ওয়েব সিরিজ। ডাইনির টিজারে দেখতে পাওয়া গেল, অভিনেত্রীর পরনে রয়েছে মেরুন রঙের কুর্তি এবং জিন্স। বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি এবং পাশে রয়েছে কাঠারি। দুই বোনের গল্প নিয়ে তৈরী হয়েছে এই সিরিজ।

এমন লোকে মিমিকে কখনো আগেই দর্শকরা দেখেনি। টিজার দেখে মনে হবে যেনো তাঁর মধ্যে সবসময় জ্বলছে প্রতিশোধের আগুন। এক পাড়া গাঁয়ের গল্পের ডাইনির চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে মিমি চক্রবর্তীকে। ছোটবেলায় বোনকে হিংসা করলেও বড়ো হয়ে তাঁরই রক্ষাকবচ হয়ে উঠেছে মিমি, এমনটাই দেখতে পাওয়া যাবে আসন্ন সিরিজে।

আরও পড়ুনঃ স্মৃতি আছে, ছবি আছে, শুধুই নেই সে! জন্মদিনে পল্লবীর ঝলমলে দিনের ভিডিও দেখে আবেগে ভাসল ভক্তরা

এই সিরিজে মিমির নাম হয়েছে পাপা এবং তার বোনের নাম লতা। তবে বোনের চরিত্রে কে অভিনয় করছেন তা এখনো জানা যায়নি। টিজারে মিমিকে বলতে শোনা যাচ্ছে, তাঁর বোনের দিকে কেউ চোখ তুলে তাকালে তাকে শেষ করে দেবে। এক কথায় বলা যায়, ভয় আর রহস্যে মোরা ভূত-প্রেতের গল্প নিয়ে তৈরি এই সিরিজ নিঃসন্দেহে ঘুম উড়িয়ে দিতে পারে দর্শকদের। এখন দেখার বিষয় একটাই, পাতা কী আদৌ তাঁর বোনকে সবকিছু থেকে রক্ষা করে উঠতে পারবে?