অবশেষে গানের লড়াইয়ে পড়লো যবনিকা! দীর্ঘ ৯মাস ব্যাপী জি বাংলার (Zee Bangla) ‘সারেগামাপা’ (Sa Re Ga Ma Pa)-এর সেরা সেরা বিজেতারা আজ সামনে এসেছে। গতকাল সারা সন্ধ্যে জুড়ে অনবরত সংগীত লড়াইয়ের মধ্য দিয়ে বিচারকেরা নির্বাচিত করলেন এই সিজনের বিজয়ীকে।
তবে এই সিজনে বেশ কয়েক বছর পর বিজেতা হয়েছে যুগ্ম প্রতিযোগী। তবে, কারা হলেন এই বিজেতা? সারেগামাপা ট্রফি এবারে দেয়াশিনী এবং অতনুর দখলে। চলুন, তাহলে আর বাকি প্রতিযোগীরা কে কোন পদ পেল একটু জেনে নেওয়া যাক।
বড়দের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দেয়াশিনী এবং দ্বিতীয় স্থানেও রয়েছে এক জোড়া প্রতিযোগী, তাঁরা হলেন ময়ূরী এবং সাঁই। তৃতীয় স্থানে রয়েছে সত্যজিৎ। পাহাড়ি ছেলে আরিয়ান ফাইনাল অবধি পৌঁছালেও কোন স্থান অর্জন করতে পারেননি। তবে, আরাত্রিকা কালিকাপ্রসাদ অ্যাওয়ার্ড পেয়ে বিশেষভাবে সম্মানিত হয়েছে। অন্যদিকে আবার ছোটদের মধ্যে প্রথম স্থান দখল করেছে অতনু। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে ঐশী ও অনিক। সর্বশেষ অর্থাৎ চতুর্থ স্থান দখল করেছে সৃজিতা।
এই বছরের সারেগামাপা এর গ্র্যান্ড ফিনালেতে বসেছিল সঙ্গীত জগতের চাঁদের হাট। বিশেষ অতিথিরূপে হাজির ছিল বলিউডের আদনান সামি থেকে বাংলার কিংবদন্তি শিল্পী হয়ে হৈমন্তী শুক্লাও। এছাড়াও, ছিলেন এই সিজনের সকল বিচারকেরা। বলার অপেক্ষা রাখে নাচে গানে জমজমাট হয়ে উঠেছিল গতকালের সন্ধ্যা।
আরও পড়ুনঃ অনিন্দিতা-সুদীপের সংসারে এলো নতুন অতিথি! ছেলে হলো না মেয়ে?
প্রসঙ্গত, এই দিন বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিল আসন্ন রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের বিচারক এবং সঞ্চালক অর্থাৎ অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। অনুষ্ঠানে বাংলার এই দুই তারকারা জাভেদ আলীর গানের তালে নাচ করেন। বলে রাখা ভালো আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে ‘ডিবিডি’। যথারীতি প্রত্যেকবারের মতো এইবারেও মহাগুরুর আসনে থাকছেন মিঠুন চক্রবর্তী।