অনিন্দিতা-সুদীপের সংসারে এলো নতুন অতিথি! ছেলে হলো না মেয়ে?

টলিপাড়ায় খুশির খবর! জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী (Anandita Ray Chowdhury) ও তাঁর স্বামী সুদীপ সরকারের (Sudip Sarkar) ঘরে এল এক ছোট্ট রাজকন্যা। নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্টের মাধ্যমে তারা এই সুসংবাদ ভাগ করে নিয়েছেন। পোস্টটিতে লেখা, “We are blessed with a baby girl”, সঙ্গে একটি সুন্দর আর্টওয়ার্ক যেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট হাত ও হৃদয়ের প্রতীক।

৩রা মার্চ, ২০২৫—এই বিশেষ দিনেই তাঁদের পরিবারে যোগ দিল এক নতুন সদস্য। পোস্টের ছবিতে লেখা “And the Queen is here…”, যা স্পষ্টই বোঝায়, তাঁরা তাঁদের কন্যা সন্তানকে সবার সামনে আনতে কতটা উচ্ছ্বসিত! অনুরাগীরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভালোবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদে। মাত্র কয়েক ঘণ্টায় পোস্টটি হাজারের বেশি রিঅ্যাকশন ও শতাধিক কমেন্ট সংগ্রহ করেছে।

Sudip Sarkar, Anindita Ray Chaudhury, Tollywood, Entertainment, সুদীপ সরকার, অনিন্দিতা রায়চৌধুরী

অভিনেত্রী অনিন্দিতা ও তাঁর স্বামী সুদীপ এর আগে থেকেই তাঁদের সম্পর্ক ও পারিবারিক জীবনের ঝলক মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন। কিন্তু এই নতুন সংযোজন নিঃসন্দেহে তাঁদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করল। অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে তাঁরা তাঁদের ছোট্ট রাজকন্যার প্রথম ঝলক দেখাবেন।

আরও পড়ুনঃ “ওকে তো সবসময়‌ই মহারাজের মতো লাগে! প্রতীকে মজে সোনামনি,” এই জুটিকে ফের পর্দায় দেখতে চান আপনারা?

টলিপাড়ার অনেক তারকাই ইতিমধ্যে কমেন্ট করে অভিনন্দন জানিয়েছেন। সহকর্মী ও বন্ধুদের তরফ থেকেও এসেছে অসংখ্য শুভেচ্ছা বার্তা। এই নতুন সফরে অনিন্দিতা ও সুদীপের প্রতি রইল শুভকামনা, তাঁদের কন্যা যেন সুস্থ ও সুখী জীবন উপভোগ করে!