বাংলার টেলিভিশন জগতে এমন কিছু চরিত্র আছে, যেগুলো দর্শকদের মনে আজও অমলিন। তেমনই একটি চরিত্র ‘জন্মভূমি’ (Janmabhumi) ধারাবাহিকের পিসিমা। ৯০-এর দশকে দূরদর্শনে (Doordarshan) সম্প্রচারিত এই জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছিলেন প্রবীণ অভিনেত্রী মিতা চট্টোপাধ্যায় (Mita Chattopadhyay) । তাঁর অসাধারণ অভিনয় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয়।
দীর্ঘ ৩২ বছর পরেও দর্শকের স্মৃতিতে সেই চরিত্র জীবন্ত। এবার আবারও পর্দায় ফিরছেন তিনি! একটা সময় বাংলা সিনেমা ও ধারাবাহিকের জগতে মিতা চট্টোপাধ্যায় ছিলেন অত্যন্ত পরিচিত মুখ। তাঁর শক্তিশালী অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে বছরের পর বছর। ‘জন্মভূমি’-তে তাঁর অভিনীত পিসিমা চরিত্রটি ছিল অত্যন্ত জনপ্রিয়, যা আজও অনেকে মনে রেখেছেন।
৯১ বছর বয়সেও মিতা চট্টোপাধ্যায় অভিনয়ের প্রতি ভালোবাসা অটুট রেখেছেন। এবার তাঁকে দেখা যাবে জনপ্রিয় রান্নার শো ‘রান্নাঘর’-এ। ছোটপর্দার এই বিশেষ পর্বে তিনি নিজের হাতে রান্না করবেন, ভাগ করে নেবেন নিজের জীবনের নানা অভিজ্ঞতা। আগামী ৬ মার্চ সম্প্রচারিত হবে এই পর্ব, যা দেখে পুরনো দিনের স্মৃতি ফিরবে অনেকের মনেই।
আরও পড়ুনঃ ফের সঙ্গীত জগতে নেমে এসেছে দুঃসংবাদ! রহস্যময় পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়িকা,জানুন কি হয়েছে?
এই বয়সেও মনের জোর ও কর্মস্পৃহা ধরে রেখে তিনি যে আবার ক্যামেরার সামনে আসতে চলেছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণা হতে পারে। তাঁর প্রত্যাবর্তন শুধু নস্টালজিয়া নয়, বরং প্রমাণ করে যে প্রকৃত শিল্পীর জন্য বয়স কোনো বাধা নয়। কাজের মাধ্যমেই তাঁকে সবাই মনে রাখুক তিনি সব সময় চেয়েছেন।
মিতা চট্টোপাধ্যায়ের এই ফিরে আসা টেলিভিশনের দর্শকদের জন্য নিঃসন্দেহে এক বড় সুখবর। বহু বছর পর তাঁকে আবারও ছোটপর্দায় দেখে উচ্ছ্বসিত হবেন তাঁর ভক্তরা। এবার দেখার, ‘রান্নাঘর’-এ তাঁর পর্ব দর্শকদের কতটা মন জয় করতে পারে! আর কতটা নস্টালজিক করে দেন তিনি তাঁর কথা ও অভিজ্ঞতা দিয়ে।