টলিপাড়ায় একের পর এক বিস্ফোরক অভিযোগ। অভিনেতা ‘সায়ন্ত মোদক’ (Sayanta Modak) -এর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। কিছুদিন আগেই অভিনেত্রী ‘কিরণ মজুমদার’ (kiran Majumder) ও ‘দেবচন্দ্রিমা সিংহ রায়’ (Debchindrima Singha Roy) সায়ন্তর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন, এবার অভিনেত্রী ‘প্রিয়াঙ্কা মিত্র’ (Priyanka Mitra) ও সামনে এলেন। তিনি সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন সায়ন্ত মোদক তাঁর সাথে কি আচরণ করতেন।
তিনি বলেন শুধু তার নয়, আরও অনেকের সঙ্গেই প্রতারণা করেছেন এবং মানসিকভাবে আঘাত দিয়েছেন। এবার সব সত্যি সামনে আসা প্রয়োজন বলেন অভিনেত্রী।প্রিয়াঙ্কার অভিযোগ অনুযায়ী, সায়ন্ত তার সঙ্গে সম্পর্কে থাকার সময় একাধিকবার তাকে মানসিকভাবে নির্যাতন করেছেন এবং সম্পর্কের প্রতি অসৎ থেকেছেন। অভিনেত্রী দাবি করেছেন, তিনি শুধু কথায় নয়, প্রমাণসহ তার অভিজ্ঞতা প্রকাশ করেছেন, যাতে অন্যরাও সতর্ক হতে পারেন। তার বক্তব্য, সায়ন্ত প্রথমে সম্পর্ক গড়ে তোলেন, বিশ্বাস অর্জন করেন, তারপর ধীরে ধীরে সম্পর্ককে মানসিক চাপ ও কষ্টের জায়গায় নিয়ে যান।
অভিনেত্রীর কথায়, “শুরুর দিকে ভালো ব্যবহার করত, কিন্তু ধীরে ধীরে তার আসল রূপ প্রকাশ পায়। আমি তার সঙ্গে থাকতে পারিনি কারণ সে খুবই অসুস্থ এবং অসভ্য।” সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে প্রিয়াঙ্কা জানান, সায়ন্ত তার উপর শারীরিক অত্যাচার চালিয়েছেন। “যখন চাবকাতে শুরু করব না, তখন বুঝবে!”—এই কথা বলে নাকি তাকে ভয় দেখানো হতো। অভিনেত্রী আরও বলেন, “আমি কখনও ভাবিনি যে আমার সঙ্গেই এমন কিছু ঘটবে। কিন্তু আজ মনে হচ্ছে, আমার চুপ করে থাকাটা অন্য অনেকের জন্য বিপজ্জনক হতে পারে।”
এই ঘটনার আগে দেবচন্দ্রিমা সিংহ রায়ও অভিযোগ তুলেছিলেন যে, সায়ন্ত অত্যন্ত প্রভাবশালী এবং সম্পর্কের মধ্যে তিনি নেগেটিভিটি ছড়াতেন। তিনি বলেন, সায়ন্ত তাকে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করেছিল যে, তিনি নিজেকে নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন। কিরণ মজুমদারও বলেন, সায়ন্তের স্বভাব বরাবরই এরকম ছিল, এবং অনেক আগেই তিনি বুঝেছিলেন তার চরিত্রগত সমস্যা রয়েছে। অভিনেত্রী দাবি করেছেন, তিনি শুধু কথায় নয়, প্রমাণসহ তার অভিজ্ঞতা প্রকাশ করেছেন, যাতে অন্যরাও সতর্ক হতে পারেন।
সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা তার সঙ্গে হওয়া কিছু কথোপকথন ও মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে সায়ন্তের কথাবার্তার অসঙ্গতি ও তার আচরণের সমস্যাগুলি। অভিনেত্রীর কথায়, সায়ন্ত শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কে নয়, পেশাগতভাবেও একাধিক মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তার ভিডিও পোস্টের পর থেকেই টলিপাড়ায় এই প্রসঙ্গ নিয়ে চর্চা তুঙ্গে।একই অভিজ্ঞতা শেয়ার করেন কিরণও।
আরও পড়ুনঃ শেষ শুটিং সারলেন ‘উড়ান’-এর তারকারা! সফলতা পেয়েও শেষ হল জলসার জনপ্রিয় ধারাবাহিক!
তাদের বক্তব্যের পরেই প্রিয়াঙ্কার এই প্রকাশ্য অভিযোগ যেন নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢাললো। তবে সায়ন্ত মোদক এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসায় নেটিজেনদের কৌতূহল আরও বেড়েছে। প্রিয়াঙ্কা তার ভিডিওতে বলেছেন, “আমি চাই, সত্যিটা প্রকাশ্যে আসুক। আমি চাই না, কেউ আর এমন প্রতারণার শিকার হোক।” এখন দেখার, সায়ন্ত এ বিষয়ে কী বলেন, এবং এই বিতর্ক নতুন কী মোড় নেয়!
“অনেকে আমাকে নিয়ে কার্টুন আঁকেন, বেশ লাগে! আমার স্ত’ন এতটা সুন্দর না, যতটা তাঁরা আঁকেন।”— নিজের ‘স্ত’ন-ফোকাসড’ কার্টুন প্রিন্ট করে রেখেছেন! স্বস্তিকার এই হাটখোলা স্বীকারোক্তিতে নেটপাড়ার লজ্জা!