শেষ শুটিং সারলেন ‘উড়ান’-এর তারকারা! সফলতা পেয়েও শেষ হল জলসার জনপ্রিয় ধারাবাহিক!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘উড়ান’ (Uraan) ২০২৪ সালের ২৭ মে প্রথম সম্প্রচারিত হয়েছিল। ‘সুরিন্দর ফিল্মস’ প্রযোজিত এই ধারাবাহিকটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ‘প্রতীক সেন’ Pratik Sen (মহারাজ মুখার্জি) ও নবাগতা ‘রত্নপ্রিয়া দাস’ Ratna Priya Das (পূজারিণী মুখার্জি)। গল্পের কেন্দ্রবিন্দু ছিল মহারাজ ও পূজারিণীর অপ্রত্যাশিত বিবাহ, তাদের পারস্পরিক বোঝাপড়া, পারিবারিক টানাপোড়েন এবং সামাজিক চ্যালেঞ্জ।

স্টার জলসার ‘উড়ান’ ধারাবাহিকটি মূলত তামিল ধারাবাহিক ‘সিরাগাডিক্কা আসাই’-এর বাংলা রিমেক। গল্পের গভীরতা ও চরিত্রদের অভিনয় দর্শকদের মন জয় করলেও, কিছুদিন যাবত প্রত্যাশিত ফল করতে পারছিল ফলে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে ধারাবাহিকটির সময় পরিবর্তন করে রাত্রি ১১ টায়ে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত ধারাবাহিকটির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রথমে শোনা গিয়েছিল সময় পরিবর্তন করা হলেও এখনোও কিছুদিন দেরি আছে বন্ধ হতে, তবে নির্মাতারা শেষমেশ ধারাবাহিকটি বন্ধ করার সিদ্ধান্ত নেন।

Star jalsha, Parashuram Aajker Nayok, Uraan, time changed, New slot, Bengali Serial, স্টার জলসা, পরশুরাম আজকের নায়ক, উড়ান, নতুন সময়, বাংলা সিরিয়াল

সিরিয়ালের শেষ পর্বের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শেষ দিনের শুটিং সেট থেকে একাধিক ছবি ও ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী ‘রত্নপ্রিয়া দাস’, যেখানে তাকে সহ-অভিনেতাদের সঙ্গে শেষ দিনের স্মৃতি উদযাপন করতে দেখা গেছে। একটি ছবিতে তাকে সহ-অভিনেত্রী ‘মৌলিকা দাসে’র (মহারাজের ছোট বোন টুকাই) সঙ্গে হাসিমুখে দেখা যায়, যেখানে দুজনেই শুটিং শেষের মুহূর্তকে উপভোগ করছেন।

আরও পড়ুনঃ ভোটের ময়দান পেরিয়ে এবার অভিনয়ে বাম নেত্রী ‘দীপ্সিতা ধর’! ‘কোথায় অভিনয় করলেন তিনি?

এছাড়াও, অভিনেত্রী ‘অনিন্দিতা কপিল’ (মহারাজের মা চরিত্রে অভিনয় করেছেন) ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শেষ দিনের কিছু আবেগঘন মুহূর্ত। শুটিং সেটে সহশিল্পীদের সঙ্গে কাটানো সময়ের কথা স্মরণ করে তিনি লেখেন, “উড়ান পরিবারের সঙ্গে এই সুন্দর যাত্রা মনে থাকবে আজীবন।” একইভাবে, প্রতীক সেনও একটি ছবি পোস্ট করে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ধারাবাহিকটির প্রতি ভালোবাসার জন্য।

তবে চ্যানেল কর্তৃপক্ষ বা সিরিয়ালের প্রযোজনা সংস্থার তরফ থেকে এখনো কোনো তারিখ ঘোষণা হয়নি অন্তিম পর্ব সম্প্রচারের। এই আবেগঘন বিদায়ের মুহূর্ত দেখে অনেক দর্শকই নস্টালজিক হয়ে পড়েছেন। আপনার কি মনে হচ্ছে ‘উড়ান’ আরও কিছুদিন চলা উচিত ছিল? নাকি এর গল্প যথাযথ জায়গায় শেষ হয়েছে?