বাংলা চলচ্চিত্রের এক জনপ্রিয় অভিনেতা হলেন ‘শাশ্বত চট্টোপাধ্যায়’ (Saswata Chatterjee), ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি গভীর আগ্রহী ছিলেন। তাঁর বাবা, কিংবদন্তি অভিনেতা ‘শুভেন্দু চট্টোপাধ্যায়’ (Subhendu Chatterjee), প্রথমদিকে ছেলের অভিনয়ে আসার ইচ্ছাকে সমর্থন করেননি, বরং তিনি চেয়েছিলেন শাশ্বত কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করুক। পরে অবশ্য শুভেন্দু ছেলের অভিনয় প্রতিভা স্বীকার করে নেন।
শাশ্বত জানান, তাঁর বাবা ইন্ডাস্ট্রির প্রাথমিক পাঠ দিয়েছিলেন এবং স্পষ্ট করে বলেছিলেন যে এখানে সাফল্য অর্জন করতে হলে নিজের ক্ষমতায় করতে হবে। এই পরামর্শ মাথায় রেখে শাশ্বত পরিচালক ‘জোছন দস্তিদার’ (Jochan Dstidar) এর নাটকের দলে কাজ শুরু করেন, যেখানে ঘর মোছা থেকে চা দেওয়া পর্যন্ত সব কাজই করেছেন, পাশাপাশি অভিনয়ের শিক্ষাও নিয়েছেন, যা পরবর্তীতে কাজে লাগিয়েছেন।
শাশ্বতর অভিনয় জীবনের শুরুতে তিনি স্টারকিড হওয়ার সুবিধা বিশেষ পাননি, বরং তাঁকে বারবার তুলনার মুখে পড়তে হয়েছে। তবে এই সময়ে তিনি পাশে পেয়েছিলেন আরেক কিংবদন্তি অভিনেতা ‘রবি ঘোষ’ (Rabi Ghosh) কে, যিনি শাশ্বতকে সন্তানস্নেহে দেখতেন। শাশ্বত বলেন, “বাবা যেটা করেননি, তা করেছেন রবি জেঠু।” রবি ঘোষের পরিবারের সঙ্গে তাঁদের আত্মীয়তা ছিল গভীর, শাশ্বতর পরিবারের গলফগ্রিনের বাড়ির বিপরীতেই ছিল রবি ঘোষের বাড়ি।
শাশ্বত বলেন, “রবি জেঠু ও জেঠিমা কোথাও খেতে গেলে আমার জন্য খাবার নিয়ে আসতেন, যা তাঁদের স্নেহের প্রতিফলন।” শাশ্বত জানান, অভিনয়ে তাঁর প্রথম ডাক আসে সমরেশ বসুর ‘কালপুরুষ’ অবলম্বনে একটি ছবির জন্য, যার পরিচালক ছিলেন শৈবাল মিত্র। তিনি অবাক হয়ে জানতে পারেন যে এই প্রস্তাবের পেছনে রবি জেঠুর সুপারিশ ছিল। শুটিংয়ের সময়ও রবি ঘোষ উপস্থিত থেকে শাশ্বতর কাজের প্রশংসা করতেন, যা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।
আরও পড়ুনঃপ্রয়াত ভারতীয় সিনেমার আইকনিক অভিনেতা! জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় সিনেমা জগৎ
শাশ্বত বলেন, “শট দেওয়ার পর হঠাৎ শুনতে পাই, রবি জেঠুর কণ্ঠস্বর। তিনি বলে উঠলেন, ‘ভাল হয়েছে’।” শাশ্বত মনে করেন, রবি জেঠুর এই গাইডেন্স ও স্নেহ না পেলে তাঁর অভিনয় যাত্রা এতটা সহজ হতো না। শাশ্বত চট্টোপাধ্যায়ের এই গল্প প্রমাণ করে যে কখনও কখনও রক্তের সম্পর্কের বাইরেও এমন মানুষ থাকেন যারা আমাদের জীবনে পিতৃসুলভ ভূমিকা পালন করেন এবং আমাদের সাফল্যের পথে গুরুত্বপূর্ণ সহায়তা করেন।