প্রয়াত ভারতীয় সিনেমার আইকনিক অভিনেতা! জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় সিনেমা জগৎ

বিরাট দুঃসংবাদ! বিনোদন জগতে ফের নক্ষত্র পতন। আজ সকালে মারা গেলেন বর্ষিয়ান অভিনেতা মনোজ কুমার (Manoj Kumar)। কোকিলাবেন হাসপাতালে মাত্র ৮৭ বছর বয়সে মারা যান এই কিংবদন্তী অভিনেতা।

শোনা যাচ্ছে বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে নানান সমস্যায় ভুগছিলেন অভিনেতা। সম্প্রতি শিল্পী কে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি হসপিটালে ভর্তি করা হলেও হৃদরোগ জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেতার প্রয়াণে বলিউডসহ শোকোস্তব্ধ সমগ্র সিনেমা জগত। মনোজ বাবুর প্রয়াণে পরিচালক অশোক পন্ডিত জানিয়েছেন, “আমরা ওঁর সঙ্গে যোগাযোগ রাখতাম। প্রাণোচ্ছল মানুষ ছিলেন। বলিউড ওঁর অভাব অনুভব করবে”।

Bollywood actor Manoj Kumar

অভিনেতা মূলত দেশাত্মবোধক সিনেমার জন্যই বিনোদন জগতে সুপরিচিত ছিল। ১৯৫৭ সালে মনোজ বাবু সিনেমা জগতে পা রাখেন এবং এরপর একে একে ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন।

আরও পড়ুনঃ স্টাইলিস্ট নয়, স্বস্তিকার সাজগোজের মূল অনুপ্রেরণা কে? শুটিংয়ে মায়ের শাড়ি কেন পরেন স্বস্তিকা? নেপথ্যের কারণ জানলে মন ছুঁয়ে যাবে!

মনোজ কুমারের কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল- ‘পূরব পশ্চিম’, ‘রোটি কাপড়া ওউর মাকান’, ‘ক্রান্তি’, ‘বেইমান’, ‘উপকার’ এবং আরো অনেক। অসাধারণ অভিনয়ের জন্য মনোজ বাবুর ঝুলিতে ছিল একাধিক অ্যাওয়ার্ড। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন এই অভিনেতা।