বিনোদন জগতের পর্দায় ফিরছেন মা কালীর অন্যতম ভক্ত। কখনো সে রামপ্রসাদ আবার কখনো সে বামাক্ষ্যাপা, কথা হচ্ছে অভিনেতা সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Choudhary)। বিগত বেশ অনেকদিন পর অভিনেতা দর্শকদের মাঝে ধরা দিতে চলেছেন একেবারে নতুন রূপে।
প্রসঙ্গত, অভিনেতাকে টেলিভিশনের পর্দায় শেষ বারের মতন দেখা গেছে স্টার জলসা রামপ্রসাদ ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে ছোট পর্দায় অভিনয় করার পর এবার পালা বড় পর্দায় কাজ করার।
শোনা যাচ্ছে সোনার কেল্লার ১৫০ বছরের পূর্তিতে টলিউড নিয়েছে এক বিশেষ উদ্যোগ। এই ইন্ডাস্ট্রির অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় আনছে নতুন গোয়েন্দা গল্পের ওয়েব সিরিজ। আর, এই সিরিজেই সব্যসাচীকে প্রথম বারের মতো দেখা যাবে গোয়েন্দার ভূমিকায়।
বলাই বাহুল্য, অভিনেতাকে মূলত পৌরাণিক কাহিনী কিংবা ভক্তিমূলক কাহিনীর মধ্যেই সীমাবদ্ধ থাকতে দেখা গেছে। অভিনেতার কয়েকটি উল্লেখযোগ্য কাজ হল- ‘মহাপীঠ তারাপীঠ’, ‘রামপ্রসাদ’, ‘সাত ভাই চম্পা’, ‘ভাগার’, ‘অগ্নিজল’, ‘ঝুমুর’ এবং আরো অনেক।
আরও পড়ুনঃ টিআরপি তালিকায় ঝড় তুলল ‘পরশুরাম’, দ্বাদশ সপ্তাহেও ‘পরিণীতা’র সিংহাসন এখনও অটুট!
ইতিমধ্যেই সব্যসাচী চৌধুরীর প্রথম লুক প্রকাশ্যে এসেছে। ফেলুদার লুকে অভিনেতাকে দেখে অবাক তাঁর অনেক অনুরাগীরাই। টলি পাড়ার খবর এই বছরের মাঝামাঝি সময় ওটিটি জগতে রিলিজ করবে এই সিরিজ। এখন দেখার বিষয় একটাই যে, অভিনেতা নিজেকে পর্দায় ফেলুদা রূপে নিজেকে কতটা ফুটিয়ে তুলতে পেরেছে?