“একসাথে শুয়েছি বলেই বিয়ে করব নাকি!” “সম্মতি নিয়ে শুলে ওটা পরকীয়া হয়না!”—এক বিছানায় শুতে রাজি, বিয়েতে নয়! রুদ্রনীলের বিস্ফোরক স্বীকারোক্তিতে ক্ষুব্ধ নেটপাড়া!

বাংলা রাজনীতির ময়দান হোক কিম্বা অভিনয়ের পর্দা—অভিনেতা-নেতা ‘রুদ্রনীল ঘোষ’ (Rudranil Ghosh) সব সময়েই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। এমনকি ব্যক্তিগত জীবন নিয়েও কখনও রাখঢাক রাখেন না তিনি। এবার তিনি এক বিখ্যাত পডকাস্ট শোতে এসে ফের একবার নিজের মন্তব্যে হইচই ফেলে দিলেন। সম্পর্ক, বিয়ে এবং নারীদের আইনগত সুবিধা নিয়ে তাঁর মন্তব্যে রীতিমতো শোরগোল পড়েছে সামাজিক মাধ্যমে! কি বলেছেন তিনি?

দিলীপ ঘোষের সদ্যবিবাহ এবং তাতে ভেসে আসা শুভেচ্ছাবার্তার মাঝেই রুদ্রনীলের এই মন্তব্য অনেকের চোখে পড়েছে। অনেকে যেখানে সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেওয়ার পক্ষে সওয়াল করছেন, সেখানে রুদ্রনীলের এই স্পষ্ট কথা অনেক বিতর্কের জন্ম দিয়েছে। পডকাস্ট শো তে রুদ্রনীল স্পষ্ট জানান, শুধু শারীরিক ঘনিষ্ঠতার কারণে বিয়ে বাধ্যতামূলক নয়। তাঁর মতে, যখন দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ পারস্পরিক সম্মতিতে ঘনিষ্ঠ হন, তখন সেটা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত।

সেই সম্পর্কে বিয়ের কোনও শর্ত বা সামাজিক চাপে বাধ্যতামূলক কিছু থাকতে পারে না। তাঁর কথায়, ‘সম্মতিতে যৌনতা তৈরি হলে, বিয়ে আবশ্যক নয়।’ এই মন্তব্যের পেছনে যে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব আছে, তাও অজানা নয়। এক সময় এক নামজাদা অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রুদ্রনীল। সেই সম্পর্কের ইতি টানার সময়েই শুরু হয় আইনি টানাপোড়েন।

প্রেমিকা নাকি তাঁদের শারীরিক সম্পর্কের ভিত্তিতে বিয়ের দাবি তুলেছিলেন, যা রুদ্রনীল মানতে চাননি। কারণ সেই সময় তিনি কেরিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন এবং কোনও পারিবারিক বন্ধনে জড়াতে প্রস্তুত ছিলেন না। পডকাস্টে আরও এক ধাপ এগিয়ে রুদ্রনীল বলেন, আজকের দিনে অনেক নারী নাকি আইনের আশ্রয় নিয়ে পুরুষদের ওপর চাপ তৈরি করেন। তাঁর দাবি, নারীরা অনেক বেশি আইনগত সুরক্ষা পান।

আরও পড়ুনঃ ‘মা’ সিরিয়ালের সেই ছোট পরীকে মনে আছে? সে কিন্তু আর ছোট নেই! দারুণ সুন্দরী কিশোরী! বর্তমানে কি করছেন ‘পরী’ সোহেনা রায়?

আর সেই সুযোগ অনেক সময় অপব্যবহারের দিকেও চলে যায়। তিনি বলেন, “কারও সঙ্গে শোওয়া মানেই তাকে বিয়ে করতে হবে—এমন ধারণা আমার নয়। আমি কখনও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শুইনি।” তবে বরাবরের মতো, তিনি নিজস্ব যুক্তি ও অভিজ্ঞতার ভিত্তিতেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন, যা তাঁকে নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে এনে ফেলেছে।