“অরিন্দমকে আমি মানুষের মধ্যেই ধরিনা, ওর আগে নিজের করা কেচ্ছার কথা ভাবা উচিৎ!” — আরজি কর নিয়ে ‘পেইড অ্যাক্টিভিজম’ মন্তব্যের জেরে অরিন্দমকে আয়না দেখালেন স্বস্তিকা!

২০২৪ সালের অগস্টে আরজি কর হাসপাতালের (RG Kar Medical College) এক ডাক্তারি ছাত্রীকে ধ’র্ষণ ও পাশ’বিক নি’র্যা’তনের পর খু’নের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। সেই নারকীয় ঘটনার প্রতিবাদে পথে নেমে এসেছিল সাধারণ মানুষ, চিকিৎসা ছাত্র-ছাত্রী, নাগরিক সমাজ, এমনকি টলিউড তারকারাও। “উই ওয়ান্ট জাস্টিস” শব্দটি ছিল আট থেকে আশি সবার গলায়। একসময় বাংলার গণ্ডি পেরিয়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা দেশে।

কিন্তু একবছর পর সেই প্রতিবাদের সততা নিয়ে উঠল প্রশ্ন। পরিচালক-অভিনেতা ‘অরিন্দম শীল’ (Arindam Sil) সম্প্রতি দাবি করেন, অনেক তারকা নাকি এই আন্দোলনে অংশ নিয়েছিলেন টাকা বা মোবাইল ফোনের বিনিময়ে! যদিও কারও নাম তিনি প্রকাশ করেননি, তবুও তাঁর এই মন্তব্যে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে টলিউডে। দর্শকের চোখে যে প্রতিবাদী মুখগুলি ছিলেন ‘বাস্তবের নায়ক’, তাঁদের ঘিরেই এখন তৈরি হয়েছে ‘পেইড অ্যাক্টিভিজম’-এর অভিযোগ।

এই বি’স্ফোরক মন্তব্যের পর টলিউড অভিনেত্রী ‘স্বস্তিকা মুখোপাধ্যায়’ (Swastika Mukherjee) রীতিমতো তীব্র প্রতিক্রিয়া জানান।অরিন্দমের মন্তব্যের উত্তরে স্বস্তিকা বলেন, “ওর আগে নিজের কেচ্ছার কথা গুলো ভাবা উচিত, লোকেরটা না হয় পরে বলবে। আমি অন্তত ওর সমন্ধে ইন্ডাস্ট্রিতে কাউকে দুটো ভালো কথা বলতে শুনিনি, সবাই বরং ওর সমন্ধে বা ওর পেছনে ওরই নামে নিন্দা করে।” শুধু এই কথাই নয়, অরিন্দমের চরিত্র নিয়েও কটাক্ষ করেছেন স্বস্তিকা।

তিনি বলেন, “আমাদের জানা ইন্ডাস্ট্রিতে এমন অনেক মহিলা রয়েছে যারা অরিন্দম এর কাছে কোনো না কোনোভাবে অন্যায়ের শিকার হয়েছে। কাউকে মলেস্ট করা হয়েছে কাউকে কাজের প্রতিশ্রুতি দিয়ে ব্যবহার করে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে, আরও অনেক রকম।” আন্দোলনকারীদের নিয়ে এরকম নোংরা মন্তব্যের জেরে স্বস্তিকা বলেন, “এটলিস্ট আন্দোলন যারা করেছে তাদের মধ্যে ধৈর্য ছিল।

আরও পড়ুনঃ ভারত কৌল-এর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিন একাকীত্বে কাটিয়েছেন অনুশ্রী! এবার নতুন করে বিয়ের পিঁড়িতে অভিনেত্রী?

রাতের পর রাত দিনের পর দিন জেগে তারা ন্যায়ের জন্য পথে নেমেছে। আর যে মানুষটার গোটা নাম জুড়ে খালি অন্যায়, তার অন্তত এ বিষয়ে কথা বলাই উচিত না।” অভিনেত্রী নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, “অরিন্দমকে আমি মানুষের মধ্যেই ধরিনা তাই ও কবে কি বলেছে সেই নিয়ে অন্তত মাথা ঘামাতে চাই না।” স্বস্তিকার এই কড়া প্রতিক্রিয়ায় কী এই বিতর্কের ইতি ঘটবে, নাকি আবারো মাথাচাড়া দিয়ে উঠবে অরিন্দমের মতো কিছু ব্যক্তিত্ব?