ভারত কৌল-এর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিন একাকীত্বে কাটিয়েছেন অনুশ্রী! এবার নতুন করে বিয়ের পিঁড়িতে অভিনেত্রী?

বাংলা ছোটপর্দার এক সুপরিচিত মুখ অভিনেত্রী ‘অনুশ্রী দাস’ (Anushree Das)। তিনি টানা বেশ কয়েক দশক ধরে নিজের অভিনয় দক্ষতায় দর্শকের কাছে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে চরিত্রের ধরনও বদলেছে, কিন্তু বদলায়নি তাঁর সাবলীল উপস্থিতি। একসময় যিনি মিষ্টি মুখের নায়িকা ছিলেন, এখন তিনিই কখনও মা, কখনও কাকিমা কিংবা পিসিমার চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘জি বাংলা’র নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) -এ ভৈরবী নামে এক শক্তিশালী নারীচরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

বর্তমানে তাঁর চেহারায় বয়সের ছাপ স্পষ্ট, মুখেও পরিণত বয়সের ছাপ। কিন্তু সেই মজবুত আত্মবিশ্বাস আজও তাঁর চোখে-মুখে ঝলমল করে। পর্দার বাইরে অনুশ্রী বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সংযত। সেভাবে ব্যক্তিগত সম্পর্ক বা আবেগের কথা প্রকাশ্যে আনেননি কখনও। তবে ইদানীং তাঁর সমাজ মাধ্যমে বা ঘনিষ্ঠ মহলের কিছু ছবিই যেন অন্য গল্প বলছে। কখনও একজনের কাঁধে মাথা রেখে থাকা, কখনও আবার নির্জন কোনও কাফের ঘরে একান্ত মুহূর্তে হারিয়ে যাওয়া।

এইসব ছবি ঘিরে দর্শকমনে গুঞ্জন জমে উঠেছে। অনুশ্রী কি নতুন করে জীবনে প্রেমে পড়লেন? একাধিক ছবি ও দৃশ্য এমন সম্ভাবনার দিকেই ইঙ্গিত দিচ্ছে বলাই বাহুল্য। আর সেই সম্ভাবনাই এখন ধীরে ধীরে হয়ে উঠছে জোরালো জল্পনা। সম্প্রতি একটি বিশেষ ছবি এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে! এক সুদর্শন পুরুষের কাঁধে মাথা রেখে আছেন অনুশ্রী, সেই একান্ত মুহূর্তে তার চোখে মুখে শুধুই প্রশান্তি। কিন্তু কে সেই পুরুষটি? প্রেমিক, নাকি বন্ধু?

এই প্রশ্ন ঘিরেই ছড়িয়ে পড়েছে কৌতূহল। এমন সময়ই অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের তরফে একটি সূত্র থেকে জানা গেছে, যাঁর সঙ্গে অনুশ্রীর এত ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়েছে, তিনি পেশায় একজন গ্রাফিক ডিজাইনার এবং একটি নামী রেস্তোরাঁর মালিক—প্রদীপ্ত রায়। বেশ কিছু বছর আগে একটি অনুষ্ঠানে তাঁদের আলাপ হয়। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, আর এখন সেই সম্পর্ক নাকি অনেকটাই গভীর। তাঁদের সম্পর্ক এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে, সেটা অনুশ্রী না জানালে নিশ্চিত হওয়া মুশকিল!

তবে যাঁরা অনুশ্রীর ঘনিষ্ঠ, তাঁরা বলছেন, প্রদীপ্তকে চোখে হারান তিনি। যেখানেই যান, সঙ্গে থাকেন প্রদীপ্ত। এমনকি অভিনেত্রীর প্রতিটি পদক্ষেপে সঙ্গী হয়ে ওঠেন তিনি। অতীত জীবনে অনুশ্রী ভালবেসেই বিয়ে করেছিলেন অভিনেতা ভরত কলকে। সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০০৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ভরত নিজের জীবনে এগিয়ে গিয়ে ২০১৫ সালে বিয়ে করেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়কে এবং তাঁদের কন্যাও রয়েছে।

আরও পড়ুনঃ অসুস্থ মায়ের অপমানেও গর্বিত মুখে দাঁড়িয়ে ছেলে! বাবা-সম মানুষটার অপমানেও সে নীরব! “স্বার্থপর একটা, বউয়ের হাতের পুতুল!”— ‘চিরসখা’য় বুবলাইয়ের চরিত্র নিয়ে ভীষণ বিরক্ত দর্শকরা!

অনুশ্রী কিন্তু আজও ছিলেন একাই, তাঁর জীবনে সঙ্গী হিসেবে আর কেউ আসেননি। তবে এবার কি সেই একাকীত্বের অবসান ঘটাতে চলেছেন অভিনেত্রী? এবার কি জীবনের নতুন কোনও অধ্যায় শুরু করতে চলেছেন অনুশ্রী দাস? সাতপাকে বাঁধা পড়ার ভাবনা কি সত্যিই ঘুরপাক খাচ্ছে তাঁর মনে? যদিও এই প্রশ্নগুলোর কোনও উত্তরই এখনও পর্যন্ত তাঁর মুখে শোনা যায়নি, কিন্তু প্রেমিক পুরুষের কাঁধে মাথা রাখা অনুশ্রীর সেই এক মুহূর্তই যেন অনেক কথাই বলে দিচ্ছে।