শুভকে সিঁদুর পড়াতেই স্মৃতি ফিরল আদৃতের! কান্নায় ভেঙে পড়া মোহনা কি সামলে উঠতে পারবে প্রথম প্রেমের প্রত্যাখ্যান? নাকি মেতে উঠবে আদৃতকে পাওয়ার আকাঙ্খায়?

একটু একটু করে স্মৃতি ফিরছে আদৃতের। আজকের পর্বে দেখা যাবে, বাড়িতে সত্যনারায়ণ পুজোর সময় সেবন্তী সকলের সামনেই সুপ্রস্তাব রাখে। সেবন্তী বলে, আজ যেন আদৃত আর একবার সকলের সামনে শুভকে সিঁদুর পরিয়ে দেয়। কারণ, প্রথমবার বিয়ের সময় অনেকেই এই দৃশ্য সামনাসামনি উপস্থিত থেকে দেখতে পারেনি।

এমন ভালো প্রস্তাবে রাজি হয়ে যায় সবাই আর আদৃত সবার কথা মেনে শুভকে পরিয়ে দেয়। এরপর, এই দৃশ্য দেখে মোহনা ছুটতে ছুটতে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে নিজেকেই ঘরবন্দি করে নেয় মোহনা। এই দেখে অনবরত ডাকাডাকি করতে থাকে আকাশ এবং সুনন্দা।

Tollywood serial Grihaprabash, star jalsha, Ushasi Roy, Sushmit Mukherjee, Entertainmentnews, entertainment, বিনোদন, স্টার জলসা, অভিনেতা, অভিনেত্রী, টলিউড,গৃহপ্রবেশ, সুস্মিত মুখার্জী, ঊষসী রায়, সিরিয়াল, ধারাবাহিক

অন্যদিকে, আদৃত শুভকে সিঁদুর পরিয়ে দেওয়ার পরের মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর কোন রকমের বাড়ির সবাই ধরে তাকে নিয়ে ঘরে শুইয়ে দেয়। এরপর আস্তে আস্তে আদৃতের জ্ঞান ফিরলে নদীয়ার সেই সূর্যমুখী ক্ষেতের কথা মনে করতে থাকে। আদৃতের একটু একটু করে জ্ঞান ফিরছে দেখে খুশি হয় শুভ।

এদিকে আবার অনেক ডাকাডাকি করার পর মোহনা অবশেষে দরজা খোলে। এমন সময়, আকাশ সুনন্দা কি বলে সে যেন ঘর থেকে যায়, কারণ সে মোহনার সঙ্গে একা কথা বলবে। এরপর আকাশ মোহনার হাতে ব্যান্ডেজ করে দিয়ে ভালো করে বোঝাতে থাকে সেই যেন আয়ান অর্থাৎ আদৃতকে ভুলে যায়। কারণ এতদিন অনেক লড়াইয়ের পর অবশেষে আদৃত তার নিজের পরিবারকে ফিরে পেয়েছে।

এই শুনে মোহনা তাকে বলে সে কোনমতেই পারবে না এত তাড়াতাড়ি আয়ানকে ভুলে যেতে। কারণ, আয়ান তার প্রথম প্রেম। মোহনা জানায়, আয়ানের চিকিৎসা করতে করতে কখন সে তার প্রেমে পড়ে গিয়েছে তা মোহনা নিজেও জানে না। এমনকি মোহনা তার দাদা কি জিজ্ঞাসা করে সে কি করে এত তাড়াতাড়ি শুভকে ভুলে গেছে? এই প্রশ্নের উত্তরে আকাশ বলে সে কখনোই শুভ লক্ষীকে ভুলে যায়নি কিন্তু সে ভোলার চেষ্টা করছে।

আকাশ আরো জানায়, সেই যখন তার প্রথম প্রেমকে হারিয়ে ফেলে খুব কষ্ট হয়েছিল তার দীর্ঘদিন পর শুভকে দেখে কিঞ্চিৎ হলেও মনের মধ্যে প্রেম জেগেছিল। কিন্তু শুভ তার ভালোবাসাকে ফিরে পাওয়ার পর আকাশ নিজের ভালোবাসাকে নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করছে।

অন্যদিকে আবার, সকাল বেলা স্নান করে রেডি হওয়ার সময় শুভ যখন সিঁদুর পড়ছে তখন অবাক চোখে তার দিকে তাকিয়ে রয়েছে আদৃত। এমন সময় সে নিজে থেকেই কেশবের সঙ্গে ব্যস্ত করে রাখে। এরপর দেখা যায়, আদৃত তৈরি হওয়ার সময় নিজের একটা জামার বোতাম খুলে যায় এবং সেটা দেখে শুভ সেলাই করে দেয়।

আরও পড়ুনঃ রাস্তায় ঘুরে ঘুরে মায়ের সঙ্গে লজেন্স, বিস্কুট বিক্রি করে দিনযাপন করেছেন! জীবনের তীব্র কঠিন লড়াই লড়ে, আজ সফল অভিনেত্রী সুদীপা বসু!

এই ঘটনার মাধ্যমে আদৃত কিছুটা হলেও পুরনো অনুভূতি অনুভব করতে পারে। এরপর ড্রয়িং রুমে বসে সবাই পুরনো ভিডিও দেখিয়ে আদৃতকে ফেরানোর চেষ্টা করলেও তার কিছুতেই কোন‌ও কিছু মনে পড়ে না। কিন্তু এমন সময় আকাশের আদৃতের চিকিৎসার ব্যাপারে ফোন আসায় শুভরা আদৃতের পুরনো ডাক্তারের কাছে চিকিৎসা করাতে চায়।