এক সময়ে টলিউডের সেরা খলনায়ক তিনি! ‘বাঞ্ছারামের বাগান’ খ্যাত অভিনেতা রমেন রায় চৌধুরী কাজ করে গেছেন মৃত্যুর শেষ দিন পর্যন্ত! জানেন কি কারণে মৃত্যু হয় তাঁর?

অভিনয় জগতে যেমন নায়ক-নায়িকাদের তাঁদের গল্পের জন্য মনে রাখে, তেমনই পার্শ্বচরিত্রের কিংবা নেগেটিভ চরিত্রের শিল্পীদের অভিনয় দক্ষতার জন্য মনে রাখেন বহু দর্শকেরা। কিন্তু সেই সব শিল্পীরা অভিনয় ছাড়লেও দর্শকদের মনে থেকে যায় আজীবন। খানিক সেই তালিকার মধ্যেই পড়ছেন রমেন রায় চৌধুরী (Romen RoyChowdhury)

প্রসঙ্গত অভিনেতা ৬০-এর দশকের শেষ থেকে জীবনের অন্তিম পর্যায়ে পর্যন্ত দর্শকদের তার অভিনয়ের মাধ্যমে মনোরঞ্জন করে গেছেন। এক কথায় খলনায়কের চরিত্রে ইন্ডাস্ট্রিতে তাঁর ছিল জুড়ি মেলা ভার। প্রাথমিক জীবনে অভিনেতা নাটকের হাত ধরে অভিনয় জীবন শুরু করলেও পরবর্তীতে বড় পর্দা এবং সিরিয়াল জগতেও দেখা গেছে তাকে।

এই অভিনেতা টলিউডের এক নামকরা কিংবদন্তি অভিনেতা, যিনি কিনা একসময় ছোট পর্দা থেকে বড় পর্দা দাপিয়ে অভিনয় করেছেন। নাট্য জগতে এই অভিনেতার পরিচিতি ছিল যথেষ্ট। কিন্ত, এই অভিনেতার মৃত্যু কিভাবে হয়েছিল? তা জানে না অনেকেই।

শোনা যায় পরিচালক তপন সিনহার হাত ধরে সিনেমা জগতে অভিষেক করেন। তবে, ৮০-এর অশোকের মাঝামাঝি সময় থেকে পার্শ্ব চরিত্রে নজর করেন রবিন বাবু। অভিনেতার কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল- ‘বাঞ্ছারামের বাগান’, ‘বৈদুর্য রহস্য’, ‘অগ্নি সংকেত’, ‘বদনাম’, ‘দেবতা’, ‘জোয়ার ভাটা’, ‘শ্বেত পাথরের থালা’, ‘মান সম্মান’, ‘লাঠি’ আরো অনেক।

আরও পড়ুনঃ “এরাই মেয়েকে এমন পোশাক পড়াবে, তারপর সমাজে ধ’র্ষ’ণ বাড়লে গলা ফাটাবে!”— ইয়ালিনির বিকিনি লুক ঘিরে উত্তপ্ত নেটপাড়া, প্রশ্ন উঠছে শুভশ্রীর মাতৃত্বের!

জীবনের শেষের দিকে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা। শারীরিকভাবে দীর্ঘদিন অসুস্থ থাকলেও কাজ বন্ধ রাখেননি তিনি। মারণ রোগের পাশাপাশি পরবর্তীকালে কিডনির সমস্যা তেও ভুগতে হয়েছিল কিংবদন্তি শিল্পীকে। নানান রোগের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর অবশেষে ২০১৯ সালে মার্চ মাসে পরলোক গমন করেন রমেন রায় চৌধুরী। মৃত্যুকালে অভিনেতার বয়স ছিল ৭৫ বছর।

Notifications Powered By Aplu