টলিউড অভিনেত্রী ‘শুভশ্রী গাঙ্গুলী’ (Subhashree Ganguly) এখন সবসময় প্রায় চর্চায় থাকেন, তবে অভিনয়ের জন্য নয় সব সময়ে বরং ছেলে ‘ইউভান’ (Yuvaan) আর ছোট্ট মেয়ে ‘ইয়ালিনি’ (Yaalini) কে নিয়ে। কখনো ইউভানের দুষ্টু মিষ্টি মুহূর্ত বা পড়াশোনার ঝলক ক্যামেরাবন্দি করে সমাজ মাধ্যমে প্রকাশ করেন মা শুভশ্রী অথবা বাবা ‘রাজ চক্রবর্ত্তী’ (Raj Chakrabarty)। দেড় বছরের ছোট্ট ইয়ালিনিও কিছু কম যায় না, দাদা ইউভানের চোখের মণি সে। দাদা ইউভান স্কুলে গেলে ছোট্ট ইয়ালিনি জানালায় দাঁড়িয়ে দাদার জন্য অপেক্ষা করে, সেই দৃশ্য মায়াময় করে তোলে ভক্তদের মন।
চলতি বছরের শুরুতে রাজ-শুভশ্রী তাঁদের দুই সন্তানকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন সমুদ্রের ধারে। সেখানেই মা শুভশ্রী ও মেয়ে ইয়ালিনির একটি ছবি ভাইরাল হয়। ছবিতে সাদা ফুলস্লিভ টপ আর শর্টস পরে দাঁড়িয়ে থাকা শুভশ্রীর সামনে ইয়ালিনি হলুদ রঙের টু-পিস বিকিনিতে! ছবিটি পোস্ট হতেই সমাজ মাধ্যমে শোরগোল পড়ে যায়। অনেকেরই চোখে পড়েছে মা ও মেয়ের পোশাকের বিস্তর ফারাক। ব্যাস! একে ঘিরেই শুরু হয়েছে সমাজ মাধ্যমে নানান বিতর্ক। প্রশ্ন উঠছে মা হিসাবে শুভশ্রীর যোগ্যতা এবং শুভশ্রীর মেয়ে হিসেবে ইয়ালিনির ভবিষ্যৎ নিয়ে।
নেটিজেনরা মন্তব্য করেছেন যেমন— দুজনেই যদি একই রকম পোশাক পড়তেন তাহলে ছবিটার আরো বেশি গ্রহণযোগ্য হতো। আবার কেউ বলেছেন, “মা হিসেবে এই পোশাক তুমি পড়লে একরকম ছিল, ছোট্ট মেয়েটাকে এসব পড়ানোর কি খুব দরকার?” কেউ বলেছেন, মা হিসেবে শুভশ্রীর নিজের পোশাক ঠিক থাকলেও এত ছোট্ট মেয়েকে টু-পিস পড়ানো উচিত হয়নি। অন্য এক ব্যক্তি সরাসরি কটাক্ষ করে বলেছেন, পোশাকের রুচি আর ভদ্রতা টা খুব জরুরি। এইটুকু মেয়ে কে এমন না পোশাক নাই বা পড়াতে। সভ্যতার ধ্বংস তো তোমাদের মত কিছু মেন্টালিটির মানুষ ই করছো। এরপর ধ’র্ষ’ণ হলেও তোমরাই গলা ফাটাবে।
অন্য একজন লিখেছেন, “শিশুদের শিশুদের মতোই রাখা উচিত, এখনো অনেক বয়স আছে, যদিও সে বাচ্চা টা অবুঝ, তাও বৃক্ষ তোমার নাম কি ফল এ পরিচয়।” কেউ আবার আরও কড়া ভাষায় বলেছেন, “যেমন মা, তেমন মেয়ে তৈরি হচ্ছে।” এমনকি কেউ কেউ আরেক ধাপ এগিয়ে গিয়ে রাজ চক্রবর্তীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ,”এদিকে সরকার চাকরি হারাদের সাথে প্রতারণা করছে আর আপনারা সরকার এর টাকায় আমাদের টাকায় ওয়ার্ল্ড ট্যুর করছেন, আপনার হাসব্যান্ড এর ভূমিকা কি আছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য?
আরও পড়ুনঃ আমাকে লোকে ‘পর্নস্টার’ বলে, কুছ পরোয়া নেহি! ‘গান্ডু’র মতো চরিত্র পেলে আবারও করব! ঠাকুরপুকুরে লোক পি’ষেও নির্লজ্জ মন্তব্য ঋ’র! কটাক্ষ করছে নেটপাড়া
তবে সমর্থনকারীদেরও দেখা মিলেছে এই সমালোচনার মধ্যেও। কেউ কেউ বলেছেন, এত ছোট বাচ্চার এখনও কোনো রকম চেতনা তৈরি হয়নি। তাই সে কী পড়েছে তা নিয়ে এত সমালোচনার কোনো মানে হয় না। বরং মা শুভশ্রী নিজের মতো করে মেয়েকে সাজিয়েছেন, এটা স্বাভাবিক মাতৃত্বের অনুভূতি। একজন মেয়ের মায়ের স্বাদ থাকবেই, যে মেয়েকে নতুন নতুন পোশাক পরাতে। সেটাই করেছেন শুভশ্রী আর এতে কোনও খারাপ কিছু নেই! বলে অনুরাগীদের মতামত একাংশ মনে করছেন। এই বিষয়ে আপনাদের কি মতামত? জানতে ভুলবেন না!