ক্রমেই দৃঢ় হচ্ছে ভাই-বোনের ভালোবাসার অটুট বন্ধন! নিজের জন্মদিনে ছেলের থেকে বিশেষ উপহার পেয়ে আনন্দে কেঁদে ফেললেন কোয়েল মল্লিক! মায়ের জন্মদিনে কি বিশেষ উপহার দিল কবীর?

সদ্য কন্যাসন্তানের মা হয়েছেন অভিনেত্রী ‘কোয়েল মল্লিক’ (Koyel Mallick) । তাই এবারের জন্মদিন (Birthday) তাঁর কাছে ছিল আরও একটু স্পেশাল। দুই সন্তানকে নিয়ে অভিনেত্রীর ভরা সংসার এখন সুখের ঠিকানা। সোমবার ছিল তাঁর জন্মদিন, আর এই দিনটা ঘিরে রবিবার রাত থেকেই বাড়িতে সাজসাজ রব পড়ে গিয়েছিল। সকালে উঠে ছেলেকে যথারীতি স্কুলে পাঠিয়েছিলেন কোয়েল, তবে কবীরের মন যেন মায়ের জন্মদিনেই আটকে ছিল। এবার জন্মদিনে নাকি কোয়েল ছেলের কাছ থেকেই পেয়েছেন সবচেয়ে দামি উপহার!

কীভাবে মায়ের দিনটাকে আরও সুন্দর করে তোলা যায়, সেই ভাবনাতেই ব্যস্ত ছিল ছোট্ট কবীর। জন্মদিনের দিনে কোয়েল মল্লিকের সময় কেটেছে দুই বাড়ি মিলিয়ে—নিজের ছোট্ট সংসার এবং বাবা-মায়ের বাড়ি। অভিনেত্রীর মায়ের হাতে তৈরি পায়েস ছিল জন্মদিনের বিশেষ আকর্ষণ, যেটা প্রতি বছরই নিয়ম করে বানান কোয়েলের মা। স্কুল থেকে ফিরে কবীরও মায়ের জন্মদিনের আনন্দে যোগ দিয়েছিল। রাতে কোয়েলের বাবা-মাও তাঁদের মেয়ের বাড়িতে এসে একসঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছিলেন।

দিনটাই যেন ভালোবাসা, হাসি আর ছোট ছোট মুহূর্তের মিষ্টি গল্পে ভরে উঠেছিল। ছেলে কবীর আর মেয়ে কাব্যেয়া, এই দুই ভাইবোনের সম্পর্কও দিনদিন আরও মজবুত হচ্ছে। আগে যেখানে কবীর ছোট্ট বোনকে অনেকটা খেলনার মতো আদর করত, এখন সেখানে দু’জনের মধ্যেকার বন্ধুত্বের টান আরও দৃঢ় হয়েছে বলে জানান অভিনেত্রী। জন্মদিনের মতো বিশেষ দিনেও কোয়েল লক্ষ করেছিলেন, কীভাবে কবীর তার ছোট বোনকে আগলে রাখছে, স্নেহের ছায়া দিচ্ছে।

মায়ের চোখে এটাই ছিল সবচেয়ে বড় আনন্দের দৃশ্য। এবারের জন্মদিনে ছেলের কাছ থেকেই নাকি সবচেয়ে স্পেশাল উপহার পেয়েছেন কোয়েল! অভিনেত্রী আনন্দের সঙ্গে জানান, রবিবার রাতে তাঁর সামনে বসেই কবীর নিজের হাতে একটি কার্ড তৈরি করে। জন্মদিনের সকালে সেই কার্ড উপহার হিসেবে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন কোয়েল। ছোট্ট কবীরের সারপ্রাইজ প্ল্যান দেখে নায়িকা অবাক হয়েছিলেন বলেও জানান।

আরও পড়ুনঃ স্মৃতি ফেরাতে দেশের মাটিতে পা দিল আদৃত! মোহনার কাছে যাবে সে? স্বামীকে ফিরিয়ে আনতে আদির পিছু নিল শুভ! ধুন্ধুমার পর্ব আসছে গৃহপ্রবেশে!

নিজের হাতে বানানো কার্ডের মাধ্যমে মায়ের প্রতি তার ভালবাসা ও আবেগ যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। সব মিলিয়ে, এবারের জন্মদিন ছিল কোয়েল মল্লিকের জীবনের এক স্মরণীয় মুহূর্ত। দুই সন্তান, স্বামী এবং বাবা-মাকে ঘিরে তৈরি হওয়া উষ্ণ আবহ—এই ভালোবাসার জালেই মোড়ানো ছিল অভিনেত্রীর বিশেষ দিন। নতুন মাতৃত্বের ছোঁয়া আর ছেলেমেয়ের নিখাদ ভালবাসা তাঁর জন্মদিনটাকে সত্যিই অনন্য করে তুলেছিল।