বিনোদন জগতের সিরিয়াল কিংবা সিনেমা, যাই বলুন না কেন প্রায় প্রতিটা গল্পেরই মুখ্য চরিত্রের পাশাপাশি পার্শ্ব চরিত্রও যথেষ্ট গুরুত্ব পেয়ে থাকে দর্শকদের কাছে। এমনকি অনেক সময় নায়ক-নায়িকাদের থেকেও অন্যান্য চরিত্রও দর্শকদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে।
প্রসঙ্গত বর্তমানে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল চিরসখা সিরিয়াল প্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। কমলিনী-স্বতন্ত্রর এক নিঃস্বার্থ গভীর বন্ধুত্ব কিংবা স্নেহের সম্পর্ক আর পাঁচটা জুটির থেকে অনেকটাই আলাদা।
তবে এখন এই ধারাবাহিকে দেখা যাচ্ছে বুবলাই এর অপমানে বাড়ি ছাড়া হয়েছে স্বতন্ত্র। আর এই ঘটনাতে মুখ ভার কমলিনী থেকে শুরু করে কুর্চি, বাবিন সকলেরই। এমন সময় ধারাবাহিকের গত কয়েকটি এপিসোডে দেখা গেছে গল্পে আগমন হয়েছে অনন্যার বোনের।
আর, এই বোনকে কেন্দ্র করেই অনন্যার দ্বিচারিতা ভাবনার প্রকাশ পেয়েছে। নিজের বোনের জন্য একরকম আর অন্যের জন্য আরেকরকম চিন্তাধারা পোষণ করে অনন্যা। এই দেখে খানিক অবাক হয়ে যায় দর্শকেরা।
গত পর্বে ধারাবাহিকের এক দৃশ্যে দেখা গেছে, সর্বজিৎ-এর সামনে ডলের নতুন করে জীবন শুরু করার কথা অর্থাৎ বিয়ের কথা চিন্তা ভাবনা করে অনন্যা। কিন্তু, এদিকে ডল ডিভোর্সি। দৃশ্যে অনন্যা বলছে, ‘ডিভোর্সি তো কি হয়েছে? প্রত্যেক মানুষের একটা জীবনসঙ্গী দরকার হয়। ডিভোর্সি মানুষেরও বাঁচার অধিকার আছে’।
আরও পড়ুনঃ পরিণীতা ছেড়ে এবার পারুল সোজা নাচের মঞ্চে! ঈশানীর নাচ দেখে মুগ্ধ ভক্তরা! মেয়ে এত গুণী জানাই ছিলনা বলছেন দর্শকরা!
এই শুনে অনেক সমালোচকেরাই অনন্যা চরিত্রটিকে নিয়ে সমালোচনা করেছে। আবার অনেক দর্শকদের মতে, নিজের বোনের যদি কমলিনীর মতো চার-পাঁচটা বাচ্চা থাকতো তাহলেও কি একই কথা বলতো? অবশেষে নিঃসন্দেহে বলা যেতেই পারে, কমলিনী- নতুন ঠাকুরপোর গল্প যেনো বাস্তব জগতের অন্যতম অদেখা দিক তুলে ধরেছে দর্শকদের সামনে।
“আগের বছরের মতো গরম নেই, পরের বছর নির্বাচনের সময় দেখবেন কেমন গরমটা পড়ে!” ‘গরম নিয়ে মাথা খারাপ, রাস্তায় নেমে আর কবে জনস্বার্থে কাজ করবেন?’ রচনার মন্তব্যে কটাক্ষ নেট পাড়ার