পরিণীতা ছেড়ে এবার পারুল সোজা নাচের মঞ্চে! ঈশানীর নাচ দেখে মুগ্ধ ভক্তরা! মেয়ে এত গুণী জানাই ছিলনা বলছেন দর্শকরা!

জি বাংলায় বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Paineeta) শুরুর দিন থেকেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। সমাজ মাধ্যমে এই ধারাবাহিক নিয়ে নানান রকম চর্চা লেগেই থাকে। এক টানা একাদশ সপ্তাহ টিআরপি তালিকা থাকার পর কিছুটা পিছিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে গল্পের নতুন মোড়ে ধারাবাহিকের হাল ফেরাতে বেশি সময় লাগবে না।

এই ধারাবাহিককে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা ‘উদয় প্রতাপ সিং’ (Uday Pratap Singh) এবং ‘ঈশানী চ্যাটার্জী’ (Ishani Chatterjee)। অভিনয় জীবনে ঈশানীর এটি প্রথম কাজ। বিপরীতে অভিনেতা উদয় এর আগে অনেক জনপ্রিয় ধারাবাহিক যেমন ‘মিঠাই’তে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। ঈশানীকে এখন সবাই নেড়া গোয়ালের পারুল বলেই চেনেন। প্রথম কাজেই নিজের অসামান্য অভিনয় দিয়ে বিশেষ হয়ে উঠেছেন তিনি।

dance Bangla dance

চরিত্রের মধ্যে ভাব ফুটিয়ে তোলা তার প্রধান গুণের মধ্যে একটি। ঈশানী অভিনেত্রী হওয়ার আগে মডেলিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন, সেখান থেকেই অভিনয় আসা। এদিন সমাজ মাধ্যমে ঈশানীর একটি ভিডিও ভাইরাল হয়, দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর সমাজ মাধ্যমের পাতা। অনেকেই বলছেন অভিনেত্রীর এই গুণ জানা ছিল না। কি সেই গুন? কিসের ভিডিও?

এদিন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রী একটি নাচের ভিডিও, যেখানে বোঝা যাচ্ছে তিনি ডান্স বাংলা ডান্স এর মঞ্চে নৃত্য পরিবেশন করছেন। সেখানে দেখা গিয়েছে তাকে এবারের প্রতিযোগী সায়ন্তনীর সাথে নাচ করতে। প্রসঙ্গত সায়ন্তনী একজন পুলিশ কর্মকর্তা, নাচের প্রতি ভালোবাসা থেকেই এই মঞ্চে এসেছেন এবং সবার মন জয় করে নিয়েছেন ইতিমধ্যেই তিনি।

আরও পড়ুনঃ “রাত না কাটালে কাজ থাকবেনা!” “বলেছিলাম সম্মান নিয়ে কাজ করবো, শরীর বি’ক্রি করে নয়!” অঞ্জনা বসুকে কুপ্রস্তাব দিয়েছিলেন জনপ্রিয় এই পরিচালক

সম্ভবত ডান্স বাংলা ডান্সের আসন্ন বিশেষ পর্বে তারকাটা উপস্থিত থাকবে না। সেখানেই অভিনেত্রী নাচ করবেন বলে জানা গেছে। ঈশানী ছাড়াও, পিলু ধারাবাহিকের মেঘা সেখানে উপস্থিত থাকবেন। খুব সম্ভবত এই সপ্তাহেরই পর্বে দেখানো হবে। এই নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। সবাই তাঁদের প্রিয় পারুলকে নতুন ভূমিকায় দেখতে উৎসাহ প্রকাশ করেছে।