একজন বাঙালি উদীয়মান অভিনেত্রী এবং মডেল তিনি। অভিনয় জীবন শুরু করেন স্টার জলসার ‘বিজয়িনী’ (Bijoyinee) -তে কেকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে, কিন্তু অভিনয়ে পা রাখার আগে তিনি মডেলিংয়ে তার কেরিয়ার গড়ে তোলেন। কথা হচ্ছে অভিনেত্রী ‘লেখা চ্যাটার্জি’ (Lekha Chatterjee) কে নিয়ে। লেখাকে বড় পর্দায় ২০২৩ সালের অক্টোবরে মুক্তিপ্রাপ্ত অরিন্দম শীল পরিচালিত ‘জঙ্গলে মিতিন মাশি’ ছবিতে, টুপুর চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এরপরে দেখা যায় শোলাঙ্কি রায়ের সাথে হইচই এর ওয়েব সিরিজ ‘বোকা বাক্সতে বন্দি’তে।
বর্তমানে আবার ছোট পর্দায় ফিরছেন তিনি, অভিনয় করছেন ‘শন ব্যানার্জি’ (Sean Banerjee) র বিপরীতে স্টার জলসার ‘রোশনাই’ (Roshnai) ধারাবাহিকে গরিমা চরিত্রে। এদিন ধারাবাহিকের সহ অভিনেত্রী এবং বন্ধু ‘অস্মি ঘোষ’ এর সঙ্গে উত্তর কলকাতা ভ্রমণের কিছু ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে ট্রামে চেপেছেন দুজনে, একসাথে কফি হাউজে আড্ডাও দিয়েছেন, হাতিবাগানে কেনা কাটা করেছেন, এমনকি ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়েছেন।
এই পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু যেটা ঠিক ছিলনা সেটা হল লেখার পরনের পোশাক! বক্ষদেশ প্রায় উন্মোচিত এবং স্পস্ট ক্লিভেজ দেখা যাচ্ছে। এই পোশাকে বাইরে যাওয়া নিয়ে অনেকের স্বাচ্ছন্দ থাকতেই পারে কিন্তু এমন পোশাকে মন্দিরে! তাও আবার হিন্দু হয়ে! এই নিয়ে সমালোচনার ঝর উঠেছে। সমাজ মাধ্যমে এই ছবিগুলি প্রকাশ্যে আসতেই অনেকে বলেছেন, “মন্দিরে যখন যাবে পরিকল্পনাই ছিল, তখন পোশাকটাও সেই মতো করা উচিত ছিল।”
আবার কেউ কেউ বলেছেন, “আপনারা অভিনেত্রী, আপনাদের দেখে সমাজ অনেক কিছু শেখে। সেখানে আপনারাই এমন জামা কাপড় পড়া শুরু করলে সমাজের উপরেও এর বাজে প্রভাব পড়বে।” কেউ কেউ তো সোজাসুজি কটাক্ষ করে বলেছেন, “নায়িকা বলেই কি যা খুশি করবে? ঘরের মা-বাবার সামনে এমন পোশাক পরে থাকলেও বোধহয় লজ্জা লাগে না। তবে মন্দিরকে ছেড়ে দাও দয়া করে!”
আরও পড়ুনঃ “প্রায় দেড় বছর আমার সে রকম কোনও উপার্জন নেই!”
সংসারের অনটন, ছোট পর্দা ডাকলে নিশ্চয়ই ফিরব! অকপট শ্রুতি
অনেকে বলেছেন, “এমন পোশাক কেন পড়তে যাও? অভিনয় তো ভালই পারো, সেই দিয়েই নয় পরিচিত হোক।” বেশিরভাগ মানুষেরই লেখার এই রকম পোশাকে মন্দিরে যাওয়াকে হিন্দু সংস্কৃতির অপব্যাখ্যা ও ধর্মের অপমান বলে মনে করছেন। সবশেষে একটাই কথা বলা যায়, একবার মানুষের কাছে পৌঁছে গেল সব সিদ্ধান্তই বুঝে শুনে নিয়ে হয়। লেখা চ্যাটার্জির এই ঘটনা সবার সেটাই প্রমাণ করল।