টিআরপি (TRP) তালিকায় নিয়ে দর্শকদের মধ্যে সারাজীবন উন্মাদনার শেষ নেই। প্রতি সপ্তাহে তারা অধীর আগ্রহের অপেক্ষা করেন নিজেদের পছন্দের ধারাবাহিকের ফলাফল জানার জন্য। অবশেষে এল এই সপ্তাহের টিআরপি-র নতুন তালিকা, আর ফের একবার নিজের অদ্বিতীয় অবস্থান বজায় রাখল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। ৮ মে প্রকাশিত এই টিআরপি তালিকায় দেখা গেল, ৭.১ রেটিং নিয়ে টানা চতুর্থ সপ্তাহেও প্রথম স্থান দখল করে রেখেছে জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিকটি।
গল্পের নতুন মোড় আর দুর্গার ফিরে আসা নিয়ে ‘জগদ্ধাত্রী’ যেন আবার তাঁর স্বমহিমায় রাজত্ব স্থাপন করল। দুই বছর পেরিয়েও এমন দাপুটে কামব্যাক বাংলা টেলিভিশনে বিরল। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে যুগ্মভাবে জায়গা করে নিয়েছে দুই ধারাবাহিক— জি বাংলার ‘ফুলকি’ (Phulki) ও স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram Ajker Nayok) , দুটিরই রেটিং ৬.১। ‘ফুলকি’-র অতীতের রহস্য আর রাজবাড়ির অধ্যায়, দর্শকদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।
অপরদিকে, ‘পরশুরাম’-এর ক্যাপশন প্যাক্ট গল্প এবার একধাক্কায় জায়গা করে নিয়েছে সেরা তিনে। তবে এই সপ্তাহে সামান্য পিছিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে একসময়ের বেঙ্গল টপার ‘পরিণীতা’। ৬.০ রেটিং পাওয়া এই ধারাবাহিক, যদিও এখনও দর্শকদের মন জয় করে চলেছে সম্পর্কের টানাপোড়েন এবং নিখুঁত অভিনয়ের মাধ্যমে। তবে ধারাবাহিকের গতি কিছুটা কমেছে বলেই মনে করছেন অনেকে, যার ফলে শীর্ষস্থান কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে।
চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ‘রাঙামতি’ (৫.৬)। আগের সপ্তাহের তুলনায় সামান্য রেটিং কমলেও, গল্পের মোড় এবং চরিত্রের অভিনয় দর্শকদের ধরে রেখেছে। তবে ধারাবাহিকটি যেন এক জায়গায় গিয়ে আটকে পড়ছে—এই অভিযোগও তুলেছেন একাংশ দর্শক। তার ফলেই টিআরপি-র লড়াইয়ে কিছুটা পিছিয়ে গেল এই ধারাবাহিক। পঞ্চম স্থানে উঠে এসেছে ‘চিরদিনই তুমি যে আমার’ (৫.৪)। ধীরে ধীরে হলেও ধারাবাহিকটি এখন মূল টিআরপি তালিকার প্রতিযোগী।
আরও পড়ুনঃ বর্ষার কাছে শ্বশুরবাড়ি এখন শত্রুপুরী! কমলিনীর পাশে আজ পুরো পরিবার! মায়ের সঙ্গে সম্পর্ক ছেদ করলো বুবলাই! ‘এমন ছেলে যেন কারোর না হয়’, বলছে নেটপাড়া
এই ধারাবাহিকের সম্পর্কের জটিলতা, পুরনো জন্মের রহস্য এবং নতুন মোড় এবার দর্শকদের মধ্যে এক ভিন্ন আবেগ তৈরি করেছে। অন্যদিকে, সবশেষে বলাই যায়, এই সপ্তাহের টিআরপি তালিকায় যুগ্মভাবে দাগ কেটেছে স্টার জলসা এবং জি বাংলার ধারাবাহিকগুলি। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 2nd Week of May, 8th May ।। BT •• জগদ্ধাত্রী 7.1 2nd •• ফুলকি, পরশুরাম 6.1 3rd •• পরিণীতা 6.0 4th •• রাঙামতি 5.6 5th •• চিরদিনই তুমি যে আমার 5.4