রাজ চক্রবর্তীর বলিউডে ডেবিউ! পুরনো গল্প নিয়েই আসছে রাজের প্রথম হিন্দি ওয়েব সিরিজ! তবে বদলে দেওয়া হলো নাম! মুখ্য চরিত্রে কারা?

টলিউডের গণ্ডি পেরিয়ে এবার বলিউডেও নিজের উপস্থিতি জানান দিচ্ছেন জনপ্রিয় পরিচালক ‘রাজ চক্রবর্তী’ (Raj Chakraborty)। উল্লেখ্য, রাজের শেষ মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘সন্তান’ (Shontaan) বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। দর্শকদের কাছ থেকে প্রশংসাও কুড়িয়েছে সেই ছবি। এই টলিউড পরিচালক ইতিমধ্যেই শেষ করেছেন তাঁর হিন্দি ওয়েব সিরিজের (Web Series) শ্যুটিং। এটি হতে চলেছে রাজের প্রথম হিন্দি কাজ, কি সেই নতুন ওয়েব সিরিজ?

শীঘ্রই মুক্তি পেতে চলেছে সেই সিরিজ, প্রাথমিকভাবে এই সিরিজের নাম হিসেবে ভাবা হয়েছিল ‘পরিণীতা’ (Parineeta)। কিন্তু শেষমেশ সেই পরিকল্পনা থেকে সরে আসা হয়েছে। হঠাৎ করে এই নাম পরিবর্তনের কারণ? এই সিরিজের গল্প মূল ‘পরিণীতা’ সিনেমার গল্পের থেকে একেবারে ভিন্ন ধারায় এগোচ্ছে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘পরিণীতা’-র একটি নতুন সংস্করণ হিসেবেই উঠে আসছে এই হিন্দি সিরিজ।

পরিচালক রাজ চক্রবর্তীর মতে, “বাংলা ছবির যেখানে ইতি টানা হয়েছিল, হিন্দি সিরিজের কাহিনি শুরু হচ্ছে ঠিক সেখান থেকেই। গল্পের পরবর্তী অধ্যায়ই তুলে ধরা হচ্ছে এই নতুন সিরিজে। ফলে বাংলা এবং হিন্দি সংস্করণের মধ্যে তেমন কোনও পারস্পরিক মিল খুঁজে পাওয়া যাবে না। সেই কারণেই সিরিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” শোনা যাচ্ছে, নতুন নাম রাখা হয়েছে ‘জিদ্দি ইশক’।

নামটি শুনেই বোঝা যাচ্ছে যে সিরিজে থাকবে এক সহজে হার না মানা, দৃঢ় প্রেমের গল্প। এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে ‘অদিতি পোহনকর’ (Aaditi Pohankar) এবং ‘পরমব্রত চট্টোপাধ্যায়’-কে। ইতিমধ্যেই তাদের অভিনীত অংশের শ্যুটিং সম্পূর্ণ হয়েছে এবং এখন চলছে জোরকদমে পোস্ট-প্রোডাকশনের কাজ। সূত্রের খবর অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসেই মুক্তি পেতে পারে রাজের এই প্রথম হিন্দি সিরিজ। একটি প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাবে ‘জিদ্দি ইশক’।

আরও পড়ুনঃ নস্টালজিয়া উস্কে ফের জুটিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা! দুই যুগ পর আবার বড় পর্দায় ফিরছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’! কি জানালেন পরিচালক হরনাথ চক্রবর্তী?

এই সিরিজ ছাড়াও রাজ চক্রবর্তী ইতিমধ্যেই হিন্দি টেলিভিশনের জন্যও কাজ শুরু করেছেন, ‘পটল কুমার গানওয়ালা’-র হিন্দি রিমেকের জন্য শ্যুট করেছেন তিনি। ফলে পরিচালক হিসেবে তিনি এখন দুই ইন্ডাস্ট্রিতেই সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বাংলাতেও তাঁর দৌড় থেমে নেই। এখন সকলের নজর তাঁর হিন্দি ওয়েব সিরিজ ‘জিদ্দি ইশক’-এর দিকেই। আপনারা কতটা উৎসাহী এই ওয়েব সিরিজ নিয়ে?