নস্টালজিয়া উস্কে ফের জুটিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা! দুই যুগ পর আবার বড় পর্দায় ফিরছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’! কি জানালেন পরিচালক হরনাথ চক্রবর্তী?

নব্বই দশকের বাংলা ছবির জৌলুসের কথা উঠলেই যে কয়েকটি ছবির নাম বারবার ফিরে ফিরে আসে, তার মধ্যে অন্যতম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ (Sasurbari Zindabad)। ২০০০ সালের ১৪ এপ্রিল মুক্তি পেয়েছিল এই ‘কালজয়ী’ ছবি, যার পরিচালনায় ছিলেন হরনাথ চক্রবর্তী। আর পর্দায় ইতিহাস গড়েছিলেন ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’ (Prosenjit Chatterjee) ‘ঋতুপর্ণা সেনগুপ্ত’ (Rituparna Sengupta)। মুক্তির পর থেকেই বাঙালির বিয়েবাড়ি থেকে ব্যান্ড পার্টি— সব জায়গাতেই আজও প্রাসঙ্গিক এই ছবির ‘চোখ তুলে দেখো না কে এসেছে’ গান।

প্রায় ২৫ বছর পর, সেই নস্টালজিয়া আবারও ভাসতে চলেছে বাংলা সিনেমাপ্রেমী দর্শক। এবার জামাইষষ্ঠী উপলক্ষে এসভিএফ প্রযোজনা সংস্থা বড় ঘোষণা করেছে, যে আগামী ৩০ মে বড় পর্দায় আবার মুক্তি পেতে চলেছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। ছবির পোস্টার নিজেরাই সমাজ মাধ্যমের পাতায় দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। এই পুনঃমুক্তির খবরে উত্তেজিত পরিচালক হরনাথ চক্রবর্তীও, যিনি বলছেন— “এটা বাংলার প্রথম সিনেমাস্কোপ ছবি, যা ইতিহাস তৈরি করেছিল।”

পরিচালকের মতে, এই ছবির জনপ্রিয়তা এখনও অটুট। দর্শকদের মধ্যে সেই আবেগ আজও সমান, যা বারবার প্রমাণ হয় যখন কোনও অনুষ্ঠানে এই ছবির গানটা বাজে আর সকলে নেচে ওঠে। হরনাথবাবু মনে করেন, এই ছবির মধ্যে যে আবেগ, মজা আর বিনোদনের মিশ্রণ আছে, তা আজও দুর্লভ। তাই নতুন প্রজন্মের কাছে ছবিটি বড় পর্দায় দেখার সুযোগ নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে।

তবে কি এবার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ হতে চলেছে? এই প্রশ্নে একটু হেসে পরিচালক বলেন, “সিক্যুয়েল ভাবা যেতে পারে, কিন্তু সেটা আজকের সময়ের দর্শককে মাথায় রেখে। সেই সময় প্রসেনজিৎ-ঋতুপর্ণা ছিলেন সুপারহিট জুটি। আজকের দিনে ঠিক কোন ফর্মুলায় সেই রসায়ন ফিরিয়ে আনা যায়, সেটা নিয়ে ভাবতে হবে। সময় বদলেছে, দর্শকের রুচি বদলেছে। সেই অনুযায়ী ভাবনাচিন্তা করতে হবে।”

আরও পড়ুনঃ দারুণ খবর! ৩৮ বছর পর ফের ক্যামেরার সামনে যোগিতা বালি! নায়ক চরিত্রে মিঠুন চক্রবর্তী

সব মিলিয়ে, ২৫ বছর পর আবার বড় পর্দায় ফিরছে এক কিংবদন্তি ছবি। দর্শকদের কাছে এটি শুধু একটা সিনেমা নয়, বরং এক আবেগ, ফেলে আসা দিনের সোনালি স্মৃতি। জামাইষষ্ঠীর দিন সেই স্মৃতিকে নতুন করে বাঁচিয়ে তুলবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর প্রত্যাবর্তন। আপনারা কতটা উৎসাহী এই পুনঃমুক্তির খবরে? আবার কী দেখতে যাবেন প্রেক্ষাগৃহে এই ছবিটি? জানতে ভুলবেন না!