মিঠির ডাকে প্রমাণ দিতে বাড়িতে এলো সম্রাট। স্টার জলসার চিরসখা ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে, মিটিলের বাড়িতে চলছে পাকা দেখার পর্ব। ইতিমধ্যেই, কমলীনিরা সকলে মিলে পৌঁছে গেছে মিটিলদের বাড়িতে। আর, সেখানেই মিটিলের বাবা-মা ভালো করে যাচাই করে নিচ্ছে তাঁদের হবু জামাইকে।
বিশেষ করে, মিটিলের মা তাঁর ভবিষৎ নিয়ে জিজ্ঞাসা করাতে বাবিন স্পষ্টভাবে তাঁর আগামী দিনের পরিকল্পনা জানিয়ে দেয়। বাবিনের মতে, সে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে চাইলেই সে চাকরি ছেড়ে নিজের ভালোলাগার কাজ করতে পারবে না। কিন্তু, আবার তাঁর ভালোলাগার কাজ গান সেটা কেউ ছেড়ে দিতে পারবে না। তবে, সুযোগ পেলে অবশ্যই আগামী দিনে গান নিয়েই এগোবে।
বাবিনের এই স্পষ্ট কথায় বেশ খুশিই হয় মিটিলের বাবা। এই শুনে মিটিলের মা বলে সে জীবনে যেকোনো একটা জিনিস নিয়ে এগোলে তাঁর ভবিষ্যতের জন্যই ভালো হবে। এরপর, মিটিল বিয়ের আগেই একটা কথা সকলের সামনে বলে দিল। মিটিল বলে, বিয়ের পরেই ওই বাড়িতে নতুন কাকুকে ফিরে আসতে হবে।
এই কথা শুনেই বুবলাই-বর্ষার তাঁদের কথার মাধ্যমে আপত্তি জানায়। বুবলাই বলে, তাঁরা নিজের পরিবার নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে। এরপরেই, স্বতন্ত্র জানায় এই সবকিছুর মধ্যেই তার মতামত কেউ জানতে চাইল না। মিটিল তাঁর কথার পরিপ্রেক্ষিতে বলে, সে সবার ইচ্ছাকে উপেক্ষা করে নিজের ইচ্ছেকে কখনোই প্রতিষ্ঠিত করবে না।
এরপর, পরদিন সকাল হতেই মিটিল জানায় তাঁর বাড়িতে বিশেষ এক ব্যক্তি আসছে। এমন সময়, কমলিনী মিঠিকে বলে সে কেন আবার নতুন করে অশান্তি শুরু করছে? এমন সময় মিঠি জানায় তাঁর দাদাভাই নাকি গত রাত্রে তাঁকে চ্যালেঞ্জ করেছে, ‘সে যদি না প্রমাণ করতে পারে কোন কিছু তাহলে তার কোনদিন মুখ দেখবে না’। এরপরেই বাড়িতে চলে আসে সম্রাট।
আরও পড়ুনঃ আদিকে পেতে মোহনা চালল মোক্ষম চাল! আয়ানের সন্তানের মা হতে চলল মোহনা! তবে, শুভ-আদির সম্পর্ক কি এবার সত্যিই ভেঙে যাবে এই তৃতীয় ব্যক্তির কারণে?
অন্যদিকে, কুর্চি ডাকতে থাকে বুবলাইদের। সম্রাটের নাম শুনেই বুবলাই আবারও রেগে যায়। ঘরের মধ্যে স্পষ্ট ভাবে বর্ষাকে জানিয়ে দেয় যদি সমস্ত ঘটনা সত্যি হয় তাহলে সে তার সঙ্গে আর সংসার করবে না। এরপর, সম্রাটের সঙ্গে বর্ষার দেখা হলে একে একে সব সত্যি বলতে থাকে। সম্রাট জানায় ইউনিভার্সিটিতে থাকাকালীন শিক্ষণীয় ভ্রমণের নাম করে তাঁরা একসঙ্গে শান্তিনিকেতন গিয়েছিল। এই শুনে অবাক হয়ে যায় কমলিনী।